কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে উত্তরের জনপদ নীলফামারীর
কনকনে শীতে কাঁপছে সারা দেশ। এতে চরম বিপাকে পড়ছে উত্তরের জনপদ নীলফামারীর জলঢাকা উপজেলার গরিব-দুঃখী শীতার্ত মানুষ। এ সময় শীতার্তদের পাশে দাড়াতে গভীর রাতে শীতবস্ত্র (কম্বল) নিয়ে অসহায়দের দ্বারে দ্বারে ছুটছেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এ বছর চাহিদার তুলনায় শীতবস্ত্রের বরাদ্দ কম কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় প্রকৃত দুস্থদের কাছে কম্বল বিতরণ করতে ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ব্যাতিক্রমের অংশ হিসবে রবিবার গভীর রাতে হঠাৎ করেই উপজেলার শৌলমারী ও বালাগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি মাদ্রাসার কোমলমতি ছাত্রদের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করতে দেখা গেছে তাকে। স্থানীয় জন-সাধারণ ও প্রশাসন সূত্রে জানা গেছে, প্রায় ক'দিন ধরে এভাবে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ে ঘুড়ে নিজ হাতে বিভিন্ন এতিম খানা, লিল্লাহ বোর্ডিং, হাফিজিয়া মাদ্রাসার কোমলমতি অসহায় শীতার্ত ছাত্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছেন। কনকনে শীতের রাতে হঠাৎ উপজেলা নির্বাহী অফিসারের হাতে শীতবস্ত্র দেখে দুস্থ, অসহায়, এতিম কোমলমতি ছাত্ররা আবেগে আপল্লুত হয়ে পড়েন। এ শীতবস্ত্র উপজেলার গ্রামে গ্রামে ঘুরে খোঁজখবর নিয়ে আসলে যাদের পাওয়ার যোগ্যতা আছে, গরীব ও অসহায় শীর্তাত তাদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন। শীতবস্ত্র (কম্বল) পাওয়া একাধিক শীতার্ত কোমলমতি ছাত্র বলেন, এ সপ্তাহে শীত অনেক বেড়েছে। এই শীতের রাতে ইউএনওর দেওয়া শীতবস্ত্র (কম্বল) তাদের অনেকটাই উপকারে আসবে।