কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মোঃ রেজাউল ইসলাম প্রকাশিত: ৯ মার্চ , ২০২৫ ১২:১৩ আপডেট: ৯ মার্চ , ২০২৫ ১২:১৩ পিএম
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৮ মার্চ) জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।  জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল সাড়ে দশটায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের স্বপ্নকুঁড়ি সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নুসরাত সুলতানা। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক জেবুন্নেছা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লা, সলিডারিটির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান খন্দকার, মরিয়ম চক্ষু হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আবু নাসার ফাইজার রহমান, আরডিআরএস বাংলাদেশ সিএনবি প্রোজেক্টের যুব প্রতিনিধি শিউলি আক্তার ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ।  বক্তারা তাদের বক্তব্যে নারীকে শুধুমাত্র নারী হিসেবে না ভেবে মানুষ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান। তারা বলেন, সমতার ভিত্তিতে নারীর অধিকার নিশ্চিত করে তাদের ক্ষমতায়ন করতে হবে। এজন্য পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে পুরুষদের এগিয়ে আসতে হবে। নারীকে মা, বোন ও কন্যা হিসেবে যথাযথ সম্মান ও মর্যাদা দিতে হবে। নারীর ক্ষমতায়নের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলেও উল্লেখ করেন তারা।  এর আগে সকাল দশটায় আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রোজেক্টের আওতায় তারুণ্যের উচ্ছ্বাস মানবিক যুব সংগঠন কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বাল্যবিবাহের কুফল ও আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য নিয়ে একটি মানববন্ধনের আয়োজন করে।

এই বিভাগের আরোও খবর

Logo