অভয়নগরের নওয়াপাড়ায় চালু হল 'বিনা লাভের দোকান ক্রেতাদের উপচে পড়া ভীড়

মোঃআমিনুর রহমান প্রকাশিত: ১১ নভেম্বর , ২০২৪ ১৪:০৫ আপডেট: ১১ নভেম্বর , ২০২৪ ১৪:০৫ পিএম
অভয়নগরের নওয়াপাড়ায় চালু হল 'বিনা লাভের দোকান ক্রেতাদের উপচে পড়া ভীড়
আমিনুর রহমান যশোরের অভয়নগরের নওয়াপাড়া কাঁচাবাজারে চালু হল 'বিনা লাভের দোকান এবং সেখানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

অভয়নগরের নওয়াপাড়ায় চালু হল 'বিনা লাভের দোকান ক্রেতাদের উপচে পড়া ভীড় । আমিনুর রহমান যশোরের অভয়নগরের নওয়াপাড়া কাঁচাবাজারে চালু হল 'বিনা লাভের দোকান এবং সেখানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।ব্যাপক সাড়া ফেলেছে এই ' বিনা লাভের দোকান'।ন্যায্যমূল্যে সবজি নিন,সিন্ডিকেট প্রথা ভেঙ্গে দিন ' প্রতিপাদ্যকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজারের পণ্য সামগ্রীর লাগামহীন মুল্য সহনীয় করার লক্ষ্যে সর্বস্তরের শিক্ষার্থীদের উদ্যোগে গত ৮ ই নভেম্বর শুক্রবার থেকে প্রতিদিন  সকাল ৬ টা থেকে  রাত ৯ টা পর্যন্ত বিভিন্ন ধরনের সবজি যেমন মরিচ,পিয়াজ,রসুন,আলু,শিম,লাউ,বরবটি,কচুর মুখি,উচ্ছে,বেগুন,ফুলকপি ইত্যাদি বিক্রি করা হচ্ছে।নওয়াপাড়া কাঁচাবাজারে ঢুকতেই চোখে পড়ছে বিনা লাভের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড়। প্রভাতফেরীর প্রতিবেদকের  সাথে আয়োজক ছাত্র মাহিদ,সিয়াম,ডালিম, অর্পা,ইয়াসিন ও তন্বী' র  কথা হয় ।তারা বলেন,বর্তমানে সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পন্য সামগ্রী  চড়া মূল্যে বিক্রি করায় সাধারণ মানুষের নাভিশ্বাস হচ্ছে।সাধারণ মানুষের কথা চিন্তা করে এবং ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে আমরা যে দামে পন্য কিনছি আবার সেই দামে বিনা লাভে বিক্রি করছি । এতে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি।

এই বিভাগের আরোও খবর

Logo