ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকার জয়নগর থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে কসবা কাজিয়াতুলী বিওপি ল্যান্স নায়েক মোঃ আমিনুল হক নেতৃত্বে কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকার জয়নগর নামক স্থানে অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় ৪টি প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। আটককৃত মাদক দ্রব্য কসবা থানা জমা দেয়া হয়। গাঁজার ভারত থেকে সীমান্ত পার করে বাংলাদেশে আনা হয়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, বিজিবি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এবং এই অভিযান অব্যাহত থাকবে।