ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘন কুয়াশার কারণে একাধিক যানবাহনের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উপজেলার হাসাড়া কেসি রোড ও নিমতলা শিকারপুর আন্ডার পাসের উপরে এ দুর্ঘটনা ঘটে বলে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আব্দুল কাদের জিলানী নিশ্চিত করেছেন। তিনি জানান,মাওয়ামুখী লেনে প্রথমে একটি প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান। তারপরে একটি অজ্ঞাত বাসও প্রাইভেট গাড়িকে পেছন থেকে ধাক্কা মারে। কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা মারে একটি মাইক্রোবাস। মাইক্রোবাসটি চলে যাওয়ার পরে আগের বাসটির পেছন আরও কয়েকটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে। তিনি বলেন, কয়েকজন সামান্য আহত হলেও প্রাইভেট গাড়ির চালক গুরুতর আহত। তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দেওয়া আজাদ, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানান,গুরুতর একজনসহ ১০-১৫ জন আহত হন। বিস্তারিত পরে জানাতে পারবো।