একজন আবুল হাসেম বয়াতী ও লোকসাহিত্য সংগ্রাহক

কোহিনূর আলম প্রকাশিত: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:০৬ আপডেট: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:০৬ পিএম
একজন আবুল হাসেম বয়াতী ও লোকসাহিত্য সংগ্রাহক
আবুল হাসেম বয়াতী একজন স্বশিক্ষিত লোক । শৈশবে তিনি বিভিন্ন গানের আসরে আসরে ঘুরে বেড়াতেন ।

আবুল হাসেম বয়াতী একজন স্বশিক্ষিত লোক । শৈশবে তিনি বিভিন্ন গানের আসরে আসরে ঘুরে বেড়াতেন । গান তাকে বিমোহিত করতো । প্রাতিষ্ঠানিক পড়াশোনা তাঁর নেই বললেই চলে । যতোদিন বাঁচবেন, গানকে ভালোবেসেই বাঁচতে চান তিনি । যদিও দীর্ঘদিন যাবত শারীরিক অসুস্থতায় ভুগছেন এই বয়াতী । তবে তাঁর সাথে কথা হলে, শারীরিক অসুস্থতার চেয়ে মনের বা আত্মার অসুস্থতাকে ভয় পান তিনি । তাঁর মতে, মানুষ বাঁচে তাঁর শরীরে নয়, মনে । তাই মনের যত্ন নেয়া জরুরি । বিষাদসিন্ধু তাঁর ঠোটস্থ ও আত্মস্থ । তাঁর জীবনে সবচেয়ে বেশি পঠিত বই এটি । এছাড়াও পড়েছেন তিনি নানা দর্শন ও রূপ-রসে ভরপুর বিভিন্ন বই । আবুল হাসেম বয়াতীর জন্ম তৎকালীন ময়মনসিংহ জেলা বর্তমান নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া গ্রামে ১৯৫৬ সালের ১৫ জানুয়ারী । তাঁর বাবার নাম মরহুম সাহাব উদ্দিন মৌলভী, মায়ের নাম মোছাঃ জোবেদা খাতুন । নিজ এলাকায় হাসেম বয়াতী নামেই সমধিক পরিচিত । সহজ সরল জীবন যাপন করতেই পছন্দ করেন তিনি । তবে বেশভূষায় রয়েছে ভিন্ন মাত্রা । সাদা ধুতি বা লুঙ্গি, পড়নে লাল সবুজের ফতোয়া/ পাঞ্জাবি , গলায় গামছা -তার সবচেয়ে ব্যবহৃত পোশাক । উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আব্দুল ওয়াহাব তাঁর প্রথম ওস্তাদ, এরপর তিনি ময়মনসিংহের গফরগাঁও এর দেওয়ান আব্দুল খালেকের শিষ্যত্ব গ্রহণ করেন ।
দেশের বিভিন্ন প্রান্ত যেমন- কেন্দুয়া, ময়মনসিংহের হালুয়াঘাট, জামালপুর, চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের একাধিক এলাকায় কবিগান, জারি গান, বাউল গান ও দেশাত্মবোধক অসংখ্য গান পরিবেশন করেছেন । তবে ১৯৭৫ সালের ১৫ আগষ্টের ট্র্যাজেডীকে কেন্দ্র করে   প্রথম গান রচনা করেন তিনি । বর্তমানে তাঁর রচিত প্রায় ৫হাজার গান সংরক্ষণে রয়েছে । এরমধ্যে প্রেমতত্ত্ব, দেহতত্ত্ব, গুঢ়তত্ত্ব, নিগূঢ়তত্ত্বসহ বিভিন্ন স্তরের গান পরিবেশন ও রচনা করেছেন বলে তিনি জানান । ১৯৯৬ সালে প্রথম বিটিভির তালিকাভুক্ত শিল্পী হোন এই বয়াতী । মোঃ নূরুল ইসলামের সম্পাদনায় নেত্রকোণার বাউলা গান ও লোকগানে বঙ্গবন্ধু বইয়ে তাঁর লেখা গান জায়গা পেয়েছে । বাংলা একাডেমি থেকে লোকসাহিত্য বিষয়ক প্রকাশিত বইয়েও তাঁর লেখা গান রয়েছে-এমন দাবি তাঁর । তাছাড়া বাংলা একাডেমির লোকসাহিত্য সংগ্রাহক হিসেবেও নিয়োজিত রয়েছেন আবুল হাসেম বয়াতী । বর্তমানে তিনি কোন গানের বায়না পান না- সেই আক্ষেপ ও আবেগাপ্লুত হয়ে গেয়ে শুনান তাঁর রচিত সর্বশেষ গান- আমার হিসাব মিলে না মিলে না, আমার জীবন খাতায় হিসাব মিলে না ।

এই বিভাগের আরোও খবর

Logo