জুলাই-পুণর্জাগরণ ২০২৫ উপলক্ষে এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ময়মনসিংহের নান্দাইলে অনুষ্ঠিত হয়েছে পরিবেশবন্ধু বৃক্ষ মেলা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। সোমবার (২১ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমের সামনের চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শহীদদের স্মরণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় ইউএনও বলেন, "জুলাই-পুণর্জাগরণ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন ৩৬ দিনব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে। শহীদদের স্মরণে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা তাদের আত্মত্যাগকে স্মরণে রাখতে চাই এবং পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করতে চাই।"
একই দিনে “আমরা তোমাদের ভুলব না” শীর্ষক প্রতিপাদ্যে শহীদদের ব্যবহৃত স্মৃতিবহ জিনিসপত্রের প্রদর্শনীরও উদ্বোধন করেন ইউএনও সারমিনা সাত্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, শহীদ ও আহত পরিবারের স্বজনবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।