ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রহিমপুর গ্রামে দিনদুপুরে এক ভাঙ্গারি ব্যবসায়ীর গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। তবে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে একজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে।
সোমবার (২১ জুলাই) দুপুরে সদর ও মধুখালী উপজেলার সীমান্তবর্তী রহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ তবিবুর রহমান (৩২) ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা গ্রামের বাসিন্দা এবং একজন ভাঙ্গারি ব্যবসায়ী।
তবিবুর জানান, প্রতিদিনের মতো তিনি ব্যবসার উদ্দেশ্যে রহিমপুর এলাকায় আসেন। এসময় এক কিশোর পুরাতন লোহার রড বিক্রির কথা বলে তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। হঠাৎ চারজন যুবক তার ওপর হামলা করে ও গলায় ছুরি ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি কৌশলে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং একজন ছিনতাইকারীকে ধরে ফেলে।
আটককৃত যুবকের নাম মোঃ রাসুল শেখ (১৯), মধুখালী পৌরসভার মেছোড়দিয়া গ্রামের মোঃ আজিজার শেখের ছেলে।
এ বিষয়ে কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ মাসুদ শেখ বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকাবাসী একজনকে আটক করে রেখেছে। ট্রিপল নাইনে ফোন দিলে পুলিশ দ্রুত এসে ঘটনাস্থলে পৌঁছায়।”
সোমবার বিকেলে ফরিদপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূর হোসেন জানান, “আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”