বাংলাদেশ পুলিশের এক অনন্য নাম ওসি মোঃ আফজাল হোসাইন—নরসিংদীর শিবপুর মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ, যিনি নিষ্ঠা, দক্ষতা ও মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত রেখে চলেছেন দীর্ঘ প্রায় দুই দশক ধরে।
২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। আর এরপর থেকে একে একে পেরিয়ে এসেছেন সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের বহু চ্যালেঞ্জ। এরই স্বীকৃতি হিসেবে তিনি ইতোমধ্যে চারবার ভূষিত হয়েছেন “পুলিশ ফোর্স এক্সেম্পলারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ)”—যা পুলিশের অন্যতম মর্যাদাসম্পন্ন সম্মাননা।
সর্বশেষ ব্যাজটি তিনি গ্রহণ করেন আজ, ১ মে ২০২৫, ঢাকায় আয়োজিত এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলমের হাত থেকে।
এ সম্মাননা প্রসঙ্গে ওসি আফজাল হোসাইন বলেন,
"এই পদক আমি উৎসর্গ করছি শিবপুর মডেল থানার প্রতিটি সদস্যকে। এ অর্জন আমার একার নয়—এটি আমাদের টিমওয়ার্ক, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রতিফলন। এই স্বীকৃতি আমাদের আরও অনুপ্রাণিত করবে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে।"
তার নেতৃত্বে শিবপুর মডেল থানা শুধু একটি প্রশাসনিক কাঠামো নয়—এটি হয়ে উঠেছে জননিরাপত্তা, সেবা ও আস্থার প্রতীক। মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে শিবপুর থানার সফলতা জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুবার স্বীকৃতি পেয়েছে।
পুলিশ বাহিনীর অনেকেই ওসি আফজাল হোসাইনকে দেখেন আধুনিক, জনমুখী ও নৈতিক পুলিশিংয়ের এক উজ্জ্বল আদর্শ হিসেবে। কর্মকর্তারা মনে করেন, তার মতো সাহসী, মানবিক ও সৎ নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের পুলিশ সদস্যদের জন্য পথপ্রদর্শক হয়ে থাকবে।