ফরিদপুরে বালু উত্তোলনকারী শ্রমিকরা কয়েকদিন ধরে বেকার; প্রতিকারের আহবান

নাজিম বকাউল প্রকাশিত: ২২ এপ্রিল , ২০২৪ ১০:০৬ আপডেট: ২২ এপ্রিল , ২০২৪ ১০:০৬ এএম
ফরিদপুরে বালু উত্তোলনকারী শ্রমিকরা  কয়েকদিন ধরে বেকার; প্রতিকারের আহবান
ফরিদপুরের সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার শহর রক্ষা বাধ সংলগ্ন এলাকায় পদ্মা নদীর পাড় থেকে দীর্ঘ দিন ধরে কিছু বালু ব্যবসায়ীরা রাতের আধারে বালু উত্তোলন করে আসছিল । ফরিদপুর শহর রক্ষা বাধের স্বার্থে গত ১৭ই এপ্রিল দিবাগত মধ্যরাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ৮ টি ভ্যেকু ও ২৩ টি ড্রাম ট্রাক জব্দ করে রাখে । এতে অনেক ট্রাক ও ভ্যেকু চালকেরা ৪ দিন ধরে বেকার দিন পার করছে।

ফরিদপুরের  সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের ধলার মোড় এলাকার শহর রক্ষা বাধ সংলগ্ন এলাকায়  পদ্মা নদীর পাড় থেকে দীর্ঘ দিন ধরে কিছু বালু ব্যবসায়ীরা রাতের আধারে বালু উত্তোলন করে আসছিল । ফরিদপুর শহর রক্ষা বাধের স্বার্থে গত ১৭ই এপ্রিল দিবাগত মধ্যরাতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে ৮ টি ভ্যেকু ও ২৩ টি ড্রাম ট্রাক জব্দ করে রাখে । এতে অনেক ট্রাক ও ভ্যেকু চালকেরা ৪ দিন ধরে বেকার দিন পার করছে। 

বর্তমানে প্রশাসন পুলিশি পাহারায় শহর রক্ষা বাধ সংলগ্ন স্থান থেকে বালু ও মাটি কাটা বন্ধ রাখা হয়েছে । 

এই জব্দের কারণে প্রায় ৪৮ জন  ট্রাক চালক, ভ্যেকু চালক , হেলপার ও শ্রমিকরা  বেকার হয়ে পড়েছে । এখন তাদের সংসার চালানোই দুঃসাধ্য হয়ে পড়েছে বলে জানান হেলপার , চালক ও শ্রমিকেরা । একাধিক ট্রাক চালক , হেলপার ও শ্রমিকেরা জানান , আমরা ট্রাক ভাড়ায় খাটি , এই বালু / মাটি বৈধ না অবৈধ তা আমাদের জানা নেই । আমরা ভাড়ায় খাটি , যে যখন ডাকবে আমরা তাদের ভাড়ায় ব্যবহার হবো কারণ এ কাজের উপর আমাদের সংসার নির্ভরশীল । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিরা জানান , যেখান থেকে বালু ও মাটি উত্তোলনের জন্য ভ্যেকু ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে সে জায়গা ব্যক্তি মালিকানাধীন । সরেজমিনে গেলে রোববার ( ২১শে এপ্রিল ) বিকেলে ঘটনাস্থলে গেলে দেখা যায়,  আটক করা ভ্যেকু , ট্রাক  ঐ এলাকাতেই পুলিশি পাহাড়ায় আছে । 

 দায়িত্বরত ফরিদপুরের কোতোয়ালি থানার  ওসি (অপারেশন) আবুল খায়ের ক্যামেরার সামনে না এসে জানান , যাচাই বাছাই করে ট্রাক ও ভ্যেকু ছেড়ে দেয়া হবে ।  আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে। 

এই বিভাগের আরোও খবর

Logo