“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. এমদাদুল হক-এর নেতৃত্বে ও ‘বিডি ক্লিন’ যশোরের ২৫জন উদ্দ্যোমী তরুণ-তরুণী সহযোগিতায় যশোর শহরের কাঠের পোল এলাকায় কাঁচা বাজার, সিটি প্লাজা এলাকায় বিভিন্ন মুদির দোকান ও দড়াটানা ব্রীজের উভয় পার্শ্বের বিভিন্ন ফল ও ফার্মেসীতে অবৈধ পলিথিনের ব্যবহার রোধকল্পে ব্যাপক প্রচারাভিযান পরিচালনা করা হয়। প্রচার ও প্রচারাভিযান পরিচালনাকালে বিভিন্ন দোকান থেকে প্রায় ২৩৫.০০ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। কার্যক্রম পরিচালনাকালে যশোর জেলার সহকারী পরিচালক সৌমেন মৈত্র, পরিদর্শন মোঃ জিহাদ হোসেন ও অফিস সহায়ক উপস্থিত ছিলেন। এছাড়াও বিডি ক্লিন যশোরের পক্ষে তোসাদ্দেক হোসেন উপসমন্বয়ক লজিস্টি, ইব্রাহিম, রকিবুল ইসলাম, ফারাজুল ইসলাম এবং রিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, যশোরের পক্ষ থেকে এই কার্যক্রম চলমান থাকবে।