সোমবার(০৬ জানুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে লামা-চকরিয়া সীমান্তবর্তী বিছইন্যাঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায় রাতে ধান ক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ফরিদুল আলম (২৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক ফরিদ চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া পাহাড়তলী এলাকার মৃত আলী আহমদের ছেলে। এদিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারী চাককাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গর্ভবতী বন্যহাতি নিহত হয়েছে।সোমবার রাতে কোন একসময় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।বিদ্যুৎ এর তারে জড়িয়ে বন্যহাতি নিহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।গোপন সূত্রে জানাযায় কুমারী চাককাটা এলাকায় হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়েই কৃষক ফরিদ ও গর্ভবতী হাতির মৃত্যু হয়েছে। এক কৃষক ও হাতি নিহতের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের তদন্ত টিম উপস্থিত হয়েছে, বৈদ্যুতিক ফাঁদে হাতির মৃত্যুর সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাতির আক্রমণে নিহত কৃষক ফরিদুল আলমের পরিবারকে বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।