সাংবাদিকরা জাতির বিবেক, আর সংবাদ মাধ্যম হলো দর্পন । আপনারা সত্যের পক্ষে, প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লিখবেন; এমনকি আমার অন্যায়ের বিরুদ্ধেও লিখবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ।
সাংবাদিকরা জাতির বিবেক, আর সংবাদ মাধ্যম হলো দর্পন । আপনারা সত্যের পক্ষে, প্রশাসনের দুর্নীতির বিরুদ্ধে লিখবেন; এমনকি আমার অন্যায়ের বিরুদ্ধেও লিখবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী ।তিনি আরো বলেন, যদি কখনো সুযোগ মিলে শুধু ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের নয়, প্রেসক্লাব সাংবাদিকদের জন্যেও সর্বোচ্চটুকু করার চেষ্টা করবো । এই কেন্দুয়া প্রেসক্লাব ও সাংবাদিকদের সাথে আমার পুরোনো ও শৈশবের সম্পর্ক রয়েছে । রাজনৈতিকভাবে কে কোন মতাদর্শে বিশ্বাসী সেটা বড় কথা নয়, যার যে সম্মান তিনি সেই সম্মানটুকুরই প্রাপ্য । গত শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন । কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন, সিনিয়র সদস্য হারেছ উদ্দিন ফকির, সিনিয়র সদস্য ও নাট্যকার রাখাল বিশ্বাস প্রমুখ ।এর আগে কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাংবাদিকদের পক্ষে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নাল আবেদীন ভূঁঞা, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সুশীল কুমার পোদ্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মতিউর রহমান, সাবেক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, সাবেক দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা , সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আব্দুল্লাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও দলীয় নেতৃবৃন্দ ।