আজ মেলান্দহ উপজেলায় আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশগ্রহণের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আসলে চার ইউপি চেয়ারম্যান আটক হন পুলিশের কাছে।
আজ মেলান্দহ উপজেলায় আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় অংশগ্রহণের উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আসলে চার ইউপি চেয়ারম্যান আটক হন পুলিশের কাছে।
আটককৃতরা হলেন, উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন ভুট্টো, ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুল ইসলাম লিটু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদস্য এস.এম. সায়েদুর রহমান। পুলিশ সূত্রে জানা যায় এরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় বিনা ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এতদিন তারা পলাতক ছিলেন। তদের বিরুদ্ধে নাশতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।