সাতক্ষীরার ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা

রাজিবুল হোসেন প্রকাশিত: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৩৪ আপডেট: ১ ফেব্রুয়ারী , ২০২৪ ০৫:৩৪ এএম
সাতক্ষীরার ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা
সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা দায়ের করেছে। একই সাথে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ৪টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা দায়ের করেছে। একই সাথে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলার দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পরিবেশগত ছাড়পত্র/নবায়নবিহীনভাবে পরিচালিত হয়। এসময় শ্রীরামপুর বাজার এলাকায় অবস্থিত আশুরা পারভীন মালিকানাধীন মের্সাস ডি আই ব্রিকস (রোমানা), কুলিয়া টু কোমপুর রোডে অবস্থিত ফজলুর রহমান ফজলের মেসার্স জিহাদ ব্রিকস, নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর-আস্কারপুর মোড় সংলগ্ন শফিক আহম্মেদের পরিচালিত মেসার্স এসকে ব্রিকস এবং একই এলাকার রেজোয়ান হোসেন পরিচালিত মেসার্স রুপা ব্রিকসের বিরুদ্ধে অবৈধভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের প্রমাণ মেলে। এতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ লক্ষ টাকা জরিমানা দায়ের করা হয়। একই সাথে রুপা ব্রিকসের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমান আদালত।

এই বিভাগের আরোও খবর

Logo