মাদরাসা ছাত্রদের মানববন্ধনে‘ছাত্রদল-শিবিরের’গুলি,২ শিক্ষক আহত

জাবেদ হোসাইন প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:৪১ আপডেট: ১০ ফেব্রুয়ারী , ২০২৫ ১৬:৪১ পিএম
মাদরাসা ছাত্রদের মানববন্ধনে‘ছাত্রদল-শিবিরের’গুলি,২ শিক্ষক আহত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধনে গুলির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক আহত হয়েছেন।

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের জিয়াউল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধনে গুলির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নজুমিয়ারহাট সড়কে কর্মসূচির সময় এ হামলা হয়। পরে তারা মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন করেন। মাদরাসা পরিচালনা কমিটি বলছে, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গুলি চালিয়েছে। আহত দুই শিক্ষক হলেন– প্রভাষক আবু তাহের ও আব্দুর রহিম। তাদের স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  মাদরাসার ছাত্র বাদশা মো. ইবনে আব্বাস জানান, গত বৃহস্পতিবার সকালে মাদরাসায় গিয়ে অধ্যক্ষ এসএম ফরিদকে লাঞ্ছিত করে ছাত্রদল ও শিবির। এর প্রতিবাদে আজ মাদরাসার সাবেক-বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেন। সেখানে ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসী আবিদ ও তার সহযোগীরা এসে গুলি চালায়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান। মাদরাসা পরিচালনা কমিটির সদস্য শেখ ইউসুফ বলেন, ছাত্রদল ও শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীর শান্তিপূর্ণ মানববন্ধনে গুলি চালিয়েছে।মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন খান বলেন, মাদরাসার দুটি পক্ষের মধ্যে সমস্যা হয়েছে। অধ্যক্ষের পক্ষে এক গ্রুপ করলে অন্য পক্ষ বাধা দিয়েছে। এখন পর্যন্ত কেউ গুলির অভিযোগ করেননি।

এই বিভাগের আরোও খবর

Logo