বোরহানউদ্দিন পৌর বাজার ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইলকোর্ট পরিচালনা

গোলাম মাহামুদ শাওন প্রকাশিত: ৫ মে , ২০২৫ ১৩:৩৬ আপডেট: ৫ মে , ২০২৫ ১৩:৩৬ পিএম
বোরহানউদ্দিন পৌর বাজার ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইলকোর্ট পরিচালনা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজার ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

৪মে রোজ রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রায়হান উজ্জামান এর নেতৃত্বে বোরহানউদ্দিন পৌর বাজার এবং বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বোরহানউদ্দিন পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনার সময় নাছির স্টোর কে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ১,০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মেসার্স রহমান মেডিকেল লাইসেন্স নবায়ন না থাকায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসএস মেডিকেল সার্ভিসেস সেন্টারের ল্যাবে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও সেবার মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এন্ড বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে রায়হানুজ্জামান জানান,জনস্বার্থে ভবিষ্যতে এরকম অভিজান আরো পরিচালনা করা হবে।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নিরূপম সরকার সোহাগ,স্যানেটারি ইন্সপেক্টর মো. নাছির উদ্দিন।

এই বিভাগের আরোও খবর

Logo