নরসিংদীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণ করে হুমকি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ মার্চ , ২০২৫ ১৩:০৫ আপডেট: ১৮ মার্চ , ২০২৫ ১৩:০৫ পিএম
নরসিংদীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ, ভিডিও ধারণ করে হুমকি
নরসিংদীর রায়পুরা উপজেলায় তিন সন্তানের জননীকে নিজ বাড়িতে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে

নরসিংদীর রায়পুরা উপজেলায় তিন সন্তানের জননীকে নিজ বাড়িতে ধর্ষণের পর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। অভিযুক্তরা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি হত্যার হুমকিও দিয়েছে বলে জানা গেছে।    রোববার (১৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার রতন মিয়ার ছেলে রাকিব মিয়া (৩২) ভুক্তভোগীর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় রাকিবের দুই সহযোগী ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে এবং স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।    ধর্ষণের পর অভিযুক্তরা নারীকে হুমকি দিয়ে বলে, "কাউকে কিছু জানালে স্বামী-স্ত্রী দুজনকে জবাই করে হত্যা করা হবে।"  জানা গেছে, রাকিব মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের মামলা রয়েছে।  সোমবার (১৭ মার্চ) বিকেলে ভুক্তভোগী নারী নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কলিমুল্লাহর কাছে অভিযোগ জানান।  ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা থানার ওসিকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।  রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন,  "অতিরিক্ত পুলিশ সুপার ফোনে বিষয়টি জানিয়েছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।"  এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বিভাগের আরোও খবর

Logo