আওয়ামী লীগের কর্মসূচি প্রতিবাদে গৌরীপুরে জিয়া মঞ্চের বিক্ষোভ

শামীম খান প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৮:১৫ আপডেট: ১৭ ফেব্রুয়ারী , ২০২৫ ১৮:১৫ পিএম
আওয়ামী লীগের কর্মসূচি প্রতিবাদে গৌরীপুরে জিয়া মঞ্চের বিক্ষোভ
আওয়ামী ও তার দোসরের ফেসবুক কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী ও তার দোসরের ফেসবুক কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জিয়া মঞ্চ গৌরীপুর পৌর শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য দেন 
জিয়া মঞ্চ গৌরীপুর পৌর শাখার আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর উজ্জ্বল,  সদস্য সচিব মো. নুরুজ্জামান,  যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, বোরহান উদ্দিন,  মো.আল-আমিন, সেলিম মিয়া,  শাহ আলম, শাহাব উদ্দিন,  শহীদুল ইসলাম,  মাসুদ রানা,  বিল্লাল হোসেন প্রমুখ। মিছিলে বক্তরা বলেন, আমাদের দলীয় নেতা-কর্মী সহ অসংখ্য ভাইবোনকে শহীদ করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই-আগস্ট গণহত্যার রক্তের দাগ না শুকাতেই আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কর্মসূচির নামে আওয়ামী লীগ যেখানেই বিশৃঙ্খলা করবে আমার ঐক্যবদ্ধ ভাবে তাদের প্রতিহত করবো।

এই বিভাগের আরোও খবর

Logo