জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে নওগাঁয় লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শহরের মুক্তির মোড় থেকে এ কার্যক্রম শুরু হয়। এরপর শহরের বাটার মোড়, তাজের মোড়, ব্রিজের মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জনসাধারণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর সমন্বায়ক তানজিম বিন বারি, আরমান হোসেন, ফজলে রাব্বি, সাদমান সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন উপজেলা থেকে আগত বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীসহ অন্যান্যরা অংশ নেন। এসময় তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত অভূতপূর্ব অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে শুরু থেকে আমরা ঘোষণাপত্র জারির দাবি জানিয়ে এসেছি। এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল। জনগণের বিপুল সাড়া ও চাপের মুখে সরকার নিজে এ ঘোষণাপত্র জারির ব্যাপারে সম্মতি প্রদান করতে বাধ্য হয়। আমরা অনতিবিলম্বে এ ঘোষণাপত্র জারির দৃশ্যমান উদ্যোগ দেখতে চাই। তারা আরো বলেন, ইতিমধ্যে আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সরকারকে ১৫ দিনের মধ্যে ঘোষণাপত্র জনগণের সামনে তুলে ধরার সময় বেঁধে দিয়েছি। আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে সুনির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য জোরালো দাবি জানাচ্ছি। ঘোষণাপত্রে বিগত দুইশত বছরের লড়াই-সংগ্রামের স্বীকৃতি থাকতে হবে। বিগত ১৬ বছরের জুলুম-নিপীড়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করাসহ অর্থ পাচারের খতিয়ান থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বায়ক ফজলে রাব্বি বলেন, ‘এখানে বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের ফ্যাসিস্টরা অবস্থান করছে। তাদের সেই জায়গাগুলো থেকে বের করতে হবে। যত গণহত্যা, গুম, খুন, নির্যাতন রয়েছে সেগুলোর পুনরায় তদন্ত করে খুনিদের শাস্তির আওতায় আনতে হবে।জুলাই গণঅভ্যুত্থান যত গুম, খুন হয়েছে এগুলোর বিচার ছাড়া দেশে কোন নির্বাচন করতে দেয়া হবে না।একদিকে সংস্কার চলবে অন্যদিকে নির্বাচনের প্রস্তুতিও চলবে।’ জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, এত মানুষের রক্তের বিনিময়ে পাওয়া এই অভ্যুত্থানকে ধরে রাখতে হবে। সেই সাথে এটিকে সরকারের পক্ষ থেকে বৈধতা দিতে হবে। কারণ আমরা দেখছি এটি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। এছাড়া অভ্যুত্থানের শহীদদের বিতর্কিত করার চেষ্টা চলছে। এজন্য আমরা সরকারকে বলেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছিল উল্লেখ করে জানুয়ারির ১৫ তারিখের মধ্যেই ঘোষণাপত্র পাঠ করতে হবে। আমরা চাইবো জনমত গঠনের মাধ্যমে সরকার আমাদের বিষয়টি সু-দৃষ্টিতে দেখবে