মোল্লাহাটে বাগেরহাট-০১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শ্যামানন্দ কুন্ডু’র কাছে আচরণ বিধি মেনে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এসময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মোল্লাহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, ফকিরহাট বিএনপি’র সভাপতি কামরুল ইসলাম গোরা, মোল্লাহাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজুল ইসলাম, সাবেক ভাইস-চেয়ারম্যান মিজবাহ উদ্দিন সরদার, বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াংকা, উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আঃ জব্বার শিমুল, আটজুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাদিম মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন চৌধুরী, সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলামসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।