সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঝিনাইদহে পরকীয়ার নেশায় অন্ধ মা! ৩ সন্তানকে রাস্তায় ফেলে প্রেমিকের হাত ধরে পলায়ন কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” ভূষিত হলেন কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত হাঁস কেনাবেচা নিয়ে রণক্ষেত্র লাখাই: সংঘর্ষে আহত ২৬, গ্রেফতার ৩ গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাসেদ খান ঢাকা–১৯ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ জুলাই যোদ্ধা পরিচয়দানকারী তাহরিমা জান্নাত সুরভী টঙ্গী থেকে পুলিশের হাতে আটক ডিমলায় শাখা নদীগুলো মরা খালে পরিণত পুনঃখনন ও কঠোর নজরদারির দাবি।। বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কনকনে শীতে ব্রাহ্মণপাড়ায় জনজীবন বিপর্যস্ত

ঢাকা–১৯ আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

মোঃ রফিকুল ইসলাম জিলু / ৭
Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা–১৯ (সাভার–আশুলিয়া) আসনে রাজনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। সাভার উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ইসলামি আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর ইসরাফিল হোসেন সাভারী, এনসিপির ফয়সাল মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. আফজাল হোসেন, গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিবি)-এর চৌধুরী হাসান সোহরাওয়ার্দী এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম নিজামী। এদিকে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা–১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২৮ হাজার ৪২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৮৭ জন, মহিলা ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৩২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ ও জমা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আগামী দিনে আরও প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category