বান্দরবানে বড়ো দিনের আনন্দ আমেজ খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে।
বিশ্বের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জিশুক্রিষ্টের জম্মদিন উপলক্ষে আজ সরকারি ছুটির মধ্যে দিয়ে বাংলাদেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়ো দিন পালিত হচ্ছে।
তারই ধারাবাহিকতায় বান্দরবান জেলা সদর টংগাবতী চেয়ারম্যান পাড়া গীর্জা সি এফ ডি বি তে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়ো দিন পালিত হচ্ছে।
এ ছাড়াও বান্দরবান জেলার (১)রুমা উপজেলা (২) থানচি উপজেলা (৩) রোয়াংছড়ি উপজেলা (৪) নাইক্ষ্যংছড়ি উপজেলা (৫) আলীকদম উপজেলা (৬) লামা উপজেলা এবং বান্দরবান সদর উপজেলায় জমকালো আয়োজনে জিশুক্রিষ্টের জম্মদিন উপলক্ষে নানা আয়োজনে সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান কে ঘিরে পাহাড়ী জনপদের দুর্গম এলাকায় অবহেলিত জনগোষ্ঠীর কাছে বিশেষ সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী শিত বস্ত্র বিতরণ নগদ আর্থিক সহায়তা প্রদান সহ বিভিন্ন সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী ধর্মীয় অনুভূতিতে বিশেষ সহায়তা পেয়ে আনন্দে আত্মহারা পাহাড়ী দুর্গম জনপদের মানুষ।
গীর্জা গুলো সাজানো হয়েছে জমকালো এক রঙ্গিন রঙ্গে বিশেষ প্রার্থনায় দেশ ও জাতির কল্যাণে বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করা হয় ধর্মীয় উপশনালয় গুলোতে।