মাহাবুব হোসেন

মাহাবুব হোসেন

কুমারখালী উপজেলা প্রতিনিধি(কুষ্টিয়া)


কুষ্টিয়ায় সাংবাদিক সাগর রুনি ও রুবেল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরিচালনা করে সাধারন সম্পাদক শামিম-উল হাসান অপু। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনে নিহত শহীদদের স্বরণে নাগরিক সম্মেলন অনুষ্ঠিত

ছাত্র-জনতার আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সম্মুখ যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা শাকিল আহমেদ তিয়াস।

বৈষম্যবিরোধী কুমারখালীতে পাঁচ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিল জামায়াত

সোমবার (১২ আগস্ট) দুপুরে জেলার কুমারখালী উপজেলার চর জগন্নাথপুরের আব্দুস সালাম, চর ভবানীপুরের সেলিম মন্ডল, শিলাইদহের আলমগীর হোসাইন, ভাঁড়রার জামাল উদ্দিন ও লাহিনী পাড়ার ছাত্র জুবায়ের হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের হাতে এ সহায়তা পৌঁছে দেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।

বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কুমারখালী প্রেসক্লাবের মতবিনিময়

সেসময় সমন্বয়করা জানান, আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই । ইতিমধ্যেই আমরা কুমারখালীতে বাজার মনিটরিংএর কায্যর্ক্রম চলমান রেখেছি, ফুটপাত, সিএনজি স্টান্ডের দীর্ঘ দিনের চাঁদাবাজি বন্ধ করেছি।

কুমারখালীতে জরুরি আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত

এ সময় আরো উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকার, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সহ-সভাপতি মাহমুদ শরীফ, নির্বাহী সদস্য সাংবাদিক সামরুজ্জামান (সামুন) মাহাবুব হোসেন, শরিফুল ইসলাম, ছাত্র উপদেষ্টা আসাদুজ্জামান, কামরুজ্জান সোয়াদ প্রমূখ।

কুষ্টিয়া জেলা কারাগার থেকে পালিয়েছে ১০৪ বন্দি

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালিয়েছে কারারক্ষীরা। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী পৌঁছে জেলা কারাগারের নিয়ন্ত্রণ নেয়। এ ঘটনায় কমপক্ষে ৫ জন কারারক্ষী আহত হয়েছেন। কারা সূত্র জানিয়েছে, ১০৭ জন বন্দি পালিয়েছে।

বিলুপ্তির পথে খোকসার বাঁশ শিল্প

এক সময় এই উপজেলার কুটির শিল্পের সুনাম ছিলো দেশজুড়ে। বংশ পরম্পরায় এই কাজের সঙ্গে জড়িত ছিলো অনেক পরিবার। উপার্জনের একমাত্র অবলম্বন ছিলো বাঁশ ও বেতের কুটির শিল্প। আধুনিকতা ও প্রযুক্তির ছোঁয়ায় যেন হারাতে বসেছে কারিগরদের স্বপ্নবোনা ঐতিহ্যবাহী বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালি সামগ্রী। দিন দিন চাহিদা কমছে এসব পণ্যের।

কুমারখালীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, আহত-২

বাসস্ট্যান্ড থেকে পরবর্তীতে বিক্ষোভ মিছিল হলবাজারে পৌঁছালে দুর্বৃত্তদের হামলায় দুইজন শিক্ষার্থী আহত হয়েছেন।আহতরা হলেন আফজাল ও মাহিন তানভীর।সদ্য কুমারখালী পৌর ছাত্রলীগ থেকে পদত্যাগ করা পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পদক আসাদুজ্জামান আলী ও কামরুজ্জামান সোয়াদের নেতৃত্বে কর্মসূচিতে কুমারখালী সরকারি ডিগ্রি কলেজ, কুমারখালী মহিলা কলেজ, কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Logo