কুমারখালী উপজেলা প্রতিনিধি(কুষ্টিয়া)
সোমবার নন্দলালপুর গ্রামের কারিগর পাড়ায় গিয়ে দেখা যায় প্রতিটি বাড়ি আশপাশ ও রাস্তায় হাঁটু সমান পানি।ভুক্তভোগীরা জানান, আগে অতি বৃষ্টি বা ভারি বর্ষনে তাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতোনা। বর্তমানে বিভিন্ন কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষ করায় পানি বের হতে পারেনা যেকারণে তারা পানি বন্দী হয়ে পরেছেন।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুমারখালী পাবলিক লাইব্রেরী যেন এক জরাজীর্ণ অগোছালো ময়লার স্তুপে পরিণত হয়েছিল।সরেজমিনে গিয়ে দেখা যায়, কদিন আগেও কুমারখালী পাবলিক লাইব্রেরীর দায়িত্বশীলদের অবহেলায় জরাজীর্ণ,অগোছালো,নিষ্প্রাণ হয়েছিল লাইব্রেরী ভবন ও কক্ষগুলো।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর একজন ভ্যানচালক বৃদ্ধা এই নারীকে অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃদ্ধাকে দেখভাল করার কেউ না থাকায় হাসপাতালের স্টাফরা তাকে সার্বিকভাবে সেবা যত্ন করতেন। এবং ভর্তির ৫ দিনের মাথায় অজ্ঞাত এই নারী মারা যান।
শনিবার (৭ই সেপ্টেম্বর) দুপুর ২টায় শিলাইদহ ইউনিয়নের মাছগ্রাম এলাকায় এই সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিলাইদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল বাশারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মইদ বাবুল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১২.০০ টার দিকে উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা খয়েরচারা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে নুরুজ্জামানসহ অন্তত ২০ থেকে ২২ জন মিলে মইনুদ্দিন ও তার ছেলের সাইফুদ্দিনের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় সাইফুদ্দিনের মাকেও মারধর করে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ র্যাব-১২ সিপিস-১ কুষ্টিয়া কার্যালয়ে এ মিডিয়া ব্রিফ অনুষ্ঠিত হয়েছে। গ্রেফতারকৃত মো: সামিরুল মন্ডল কুষ্টিয়া খোকসা উপজেলায় ওসমানপুর এলাকার সামসুদ্দিন মন্ডলের ছেলে।জানা যায়, গত ০৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায় আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভপতিত্বে মানববন্ধন পরিচালনা করে সাধারন সম্পাদক শামিম-উল হাসান অপু। মানববন্ধনে বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি লুৎফর রহমান কুমার, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক এস,এম মাহফুজ-উর রহমানসহ সাংবাদিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি খন্দকার আল মামুন সাগর, প্রবীন সাংবাদিক দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক খাদেমুল ইসলাম ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ।
ছাত্র-জনতার আয়োজনে উপজেলা পরিষদ সংলগ্ন স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দলোনের সম্মুখ যোদ্ধা ও সাবেক ছাত্রনেতা শাকিল আহমেদ তিয়াস।