মাহাবুব হোসেন

মাহাবুব হোসেন

কুমারখালী উপজেলা প্রতিনিধি(কুষ্টিয়া)


কুষ্টিয়ায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

রোববার বেলা ১১টায় শহরের পাবলিক লাইব্রেরী মাঠের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে ৯ দফা দাবী রেখে ভুক্তভোগীরা বলেন, ২০০৯ সালে পিলখানায় সুপরিকল্পিত ভাবে একটি হত্যাযজ্ঞ চালিয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয় এবং এই হত্যাযজ্ঞে বলির পাঠা করে ১৮হাজার ৫শ ২০জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত ও কিছু সদস্যকে জেল দেয়া হয়।

উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

পরে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটক সংলগ্ন খুলনা-কুষ্টিয়া মহাসড়কে আসেন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন শ্লোগান দেয়। এসময় তারা 'সবাই যখন স্বর্গে ইবি কেন মর্গে', 'ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই', ভিসি নিয়ে নয় ছয়, আর নয় আর নয়', 'ঢাবি, রাবি ভিসি পায়, ইবি কেন পিছিয়ে রয়', 'সংস্কারমনা ভিসি চাই' 'দুর্নীতিমুক্ত ভিসি চাই', 'সৎ ও সাহসী ভিসি চাই', 'সেশনজটর কবর চাই' সহ বিভিন্ন শ্লোগান দেয়।

কুমারখালীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় শতাধিক তাঁতি পরিবার পানিবন্দী

সোমবার নন্দলালপুর গ্রামের কারিগর পাড়ায় গিয়ে দেখা যায় প্রতিটি বাড়ি আশপাশ ও রাস্তায় হাঁটু সমান পানি।ভুক্তভোগীরা জানান, আগে অতি বৃষ্টি বা ভারি বর্ষনে তাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতোনা। বর্তমানে বিভিন্ন কালভার্টের মুখ বন্ধ করে মাছ চাষ করায় পানি বের হতে পারেনা যেকারণে তারা পানি বন্দী হয়ে পরেছেন।

ছাত্রসমাজের সংস্কারের ছোঁয়া লেগেছে কুমারখালী পাবলিক লাইব্রেরীতে

১৯৬১ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কুমারখালী পাবলিক লাইব্রেরী যেন এক জরাজীর্ণ অগোছালো ময়লার স্তুপে পরিণত হয়েছিল।সরেজমিনে গিয়ে দেখা যায়, কদিন আগেও কুমারখালী পাবলিক লাইব্রেরীর দায়িত্বশীলদের অবহেলায় জরাজীর্ণ,অগোছালো,নিষ্প্রাণ হয়েছিল লাইব্রেরী ভবন ও কক্ষগুলো।

হাসপাতালে চিকিৎসারত অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর একজন ভ্যানচালক বৃদ্ধা এই নারীকে অসুস্থ অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃদ্ধাকে দেখভাল করার কেউ না থাকায় হাসপাতালের স্টাফরা তাকে সার্বিকভাবে সেবা যত্ন করতেন। এবং ভর্তির ৫ দিনের মাথায় অজ্ঞাত এই নারী মারা যান।

কুমারখালী শিলাইদহে বিএনপির সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল

শনিবার (৭ই সেপ্টেম্বর) দুপুর ২টায় শিলাইদহ ইউনিয়নের মাছগ্রাম এলাকায় এই সমাবেশ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শিলাইদহ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খায়রুল বাশারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল মইদ বাবুল।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা,আহত-২

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১২.০০ টার দিকে উপজেলার পৌর এলাকার আগ্রাকুন্ডা খয়েরচারা গ্রামের নুর ইসলাম ও তার ছেলে নুরুজ্জামানসহ অন্তত ২০ থেকে ২২ জন মিলে মইনুদ্দিন ও তার ছেলের সাইফুদ্দিনের উপর হামলা করে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় সাইফুদ্দিনের মাকেও মারধর করে।

কুষ্টিয়ায় জেলখানা থেকে পলাতক ২৫ মামলার আসামি গ্রেফতার

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ র‍্যাব-১২ সিপিস-১ কুষ্টিয়া কার্যালয়ে এ মিডিয়া ব্রিফ অনুষ্ঠিত হয়েছে। গ্রেফতারকৃত মো: সামিরুল মন্ডল কুষ্টিয়া খোকসা উপজেলায় ওসমানপুর এলাকার সামসুদ্দিন মন্ডলের ছেলে।জানা যায়, গত ০৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায় আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০।

Logo