এসএম মিরাজুল কবীর টিটো

এসএম মিরাজুল কবীর টিটো

সদর উপজেলা প্রতিনিধি (যশোর)


বছরে ১০ কোটিরও বেশি টাকার চারা বিক্রি

সারা বছরের বিক্রির এই টাকার অঙ্ক আরো অনেক বেশি।যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের এই গ্রামে বিভিন্ন প্রজাতির গাছের চারা উৎপাদন হয় বিপুল পরিমাণ। বাসুদেবপুরের কয়েকশ’ নার্সারিতে ফুল, ফল, মশলাসহ হরেক রকমের গাছের চারার বেচাকেনা চলে বছরভর। ৩৫৬টি নার্সারি ছাড়াও গ্রামের প্রত্যেকটি বাড়িতে চারা উৎপাদন হয়। যশোর ও আশপাশের জেলাসহ সারাদেশে যায় এখানকার চারা।

যারা গণতন্ত্রমনা তারা ভোটের মাঠে আসছে

প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে নিয়ে নির্বাচনে কাজ করে সফল হয়েছি। ভবিষ্যতে এই কমিশন সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে।শুক্রবার সন্ধ্যায় যশোরের জেলা প্রশাসকের সভাকক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অংশগ্রহণে নির্বাচনোত্তর মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

যশোরে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে ওই কলেজের মোবাইল পাওয়া পরিদর্শক সহকারী অধ্যাপক তরফদার কায়ছার পারভীনকে শোকজ করেছে শিক্ষা বোর্ড

তাকে সাত কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ সাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।সূত্র জানায় রোববার এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে কক্ষ পরিদর্শক একই কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের সহকারী অধ্যাপক তরফদার কায়ছার পারভীন ও কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সালাহউদ্দীন মাহমুদ মোবাইল ফোন ব্যবহার করে কেন্দ্রের কয়েক জন পরীক্ষার্থীকে সহযোগীতা করছিলেন।

সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে রোববার থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা

বোর্ড সূত্র জানায়, এবছর এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় ১ লাখ ৬ হাজার ৪৫৪ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ৫ হাজার ১২৬ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৮ পরীক্ষার্থী। ২০২৩ সালে এ পরীক্ষার্থী ১ লাখ ২ হাজার ৩৮ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উপস্থিত হয় ১ লাখ ১ হাজার ৪১৪ জন। অনুপস্থিত ছিল ৬২৪ পরীক্ষার্থী। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় এবছর ৭০৪ পরীক্ষার্থী বেশি।

যশোর শিক্ষা বোর্ডের চারজন পরীক্ষার্থী কারাগারের ভেতরে পরীক্ষা দেবে

খলিলুর রহমান কলেজের অধ্যক্ষ জাকির হোসেন জানান, তার কলেজের পরীক্ষার্থী সোহাগ মোল্লা রোল-৬৮৫৬৪৫, রাজিব শেখ রোল-৬৮৫৪৮৫ ও নাসিম মোল্লা রোল-৬৮৫৬৪৭ । গত এপ্রিল মাসে নারী সংক্রান্ত ঘটনায় মোল্লার থানা পুলিশ তাদেরকে আটক করে। এদের বিরুদ্ধে মামলা। মামলা নং-সোহাগ মোল্লার ১৪২৭/২৪, রাজিব শেখের মামলা নং ১৪২৯/২৪ ও নাসিম মোল্লার মামলা নং ১৪৩০/২৪। অভিভাবকের পক্ষ থেকে পরীক্ষা দেয়ার অনুমতি চেয়ে আবেদন করে। কোট থেকে কারাগারে আটক তিন পরীক্ষা গ্রহণের ব্যব¯’া করার জন্য রায় দেয় আটক তিন পরীক্ষার্থী পক্ষে। আদালতের চিঠির প্রেক্ষিতে বোর্ড থেকে থাকা তিন পরীক্ষার্থীর কারাগারের ভেতরে এদের পরীক্ষা নেয়ার ব্যব¯’া করার জন্য বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ। সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের পরীক্ষা কমিটির আহবায়ক আব্দুল গফ্ফা জানান আমরা শিক্ষা বোর্ডের চিঠি পেয়েছি। চিঠির প্রেক্ষিতে কারাগারে আটক তিন পরীক্ষার্থী পরীক্ষা গ্রহণ করবো।

যশোর রেলস্টেশনের শেষপ্রান্তে ওভারব্রিজ, প্লাটফর্ম বদলাতে ঝুঁকি ও দুর্ভোগ

সরেজমিন দেখা যায়, যাত্রীরা স্টেশনে এসে প্রথমে এক নম্বর প্লাটফর্মে অবস্থান করেন। ট্রেন কোন প্লাটফর্মে দাঁড়াবে কন্ট্রোল রুম থেকে মাইকে ঘোষণা দেয়া হয়। ট্রেন স্টেশনে পৌঁছনোর অল্প কিছু সময় আগে এটি জানানো হয়। আর তার পরপরই প্রথম প্লাটফর্ম থেকে দ্বিতীয় প্লাটফর্মে যেতে তাড়াহুড়ো শুরু হয় যাত্রীদের। তাদের অনেকে দুই দুইটি রেললাইন পাড় হয়ে দুই নম্বর প্লাটফর্মে যান। ট্রেন স্টেশনের কাছাকাছি চলে এসেছে, প্লাটফর্ম ছুঁই ছুঁই করছে তখনও ঝুঁকি নিয়ে এই পারপার চলে। তবে সচেতন মানুষদের বেশির ভাগ কষ্ট সহ্য করে ওভারব্রিজ পাড়ি দেন।

যশোর শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে প্রথম ধাপের ভর্তি

বোর্ড সূত্র জানায়, ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একাদশে ভর্তির আবেদনের সময় নির্ধারণ করে দেয়া হয় ২৬ মে থেকে ১১ জুন পর্যন্ত। এসময়ে মধ্যে যশোর শিক্ষা বোর্ডের ২ লাখ ১৯ হাজার ৯৭২ আসনের বিপরীতে আবেদন করে ১ লাখ ৪২ হাজার ৪২৩ শিক্ষার্থী। ১২ ও ১৩ জুন আবেদন যাচাইবাছাই ও আপত্তি নিষ্পত্তি, একই সময় পুনঃনিরীক্ষার ফলাফল পরবর্তি আবেদন গ্রহণ করা হয়। ২৩ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়। সেই ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে ২ লাখ ১৯ হাজার ৯৭২ আসনের বিপরীতে সিলেকশন পেয়েছে পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৭১৭ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৪৩ হাজার ৮৩২ আসনের বিপরীতে আবেদন করে ২৩ হাজার ৯৮৩ শিক্ষার্থী।

যশোর বোর্ডের ৯৯ এইচএসসি পরীক্ষার্থী পাচ্ছে অতিরিক্ত সময়

এরমধ্যে ৬২ পরীক্ষার্থী অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে ও বাকি ১৭ পরীক্ষার্থী শ্রুতিলেখকের মাধ্যমে পাবে ২০ মিনিট বর্ধিত সময়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহমেদ সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এতথ্য জানা গেছে।

Logo