যশোর শহরের ওয়াপদা মোড়ে অবৈধভাবে নির্মিত

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২ ডিসেম্বর , ২০২৪ ২১:৩৯ আপডেট: ২ ডিসেম্বর , ২০২৪ ২১:৩৯ পিএম
যশোর শহরের ওয়াপদা মোড়ে অবৈধভাবে নির্মিত
যশোর শহরের ওয়াপদা মোড়ে অবৈধভাবে নির্মিত

যশোর শহরের কারবালার ওয়াপদা মোড়ে অবৈধভাবে নির্মিত পাকা মার্কেট গুড়িয়ে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। রোববার সকালে স্কেভলেটার দিয়ে মার্কেটটিগুড়িয়ে দেয়া হয়। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সেয়দ মোরাদ আলী।পৌরসভার সার্ভেয়ার হাফিজুর রহমান জানান, এবছর মে মাসে ওয়াপদার মোড়ের মফিজুর রহমান ডাব্লু নামে এক ব্যক্তি পৌরসভার জায়গায় অবৈধ ভাবে পাকা মার্কেট নির্মান কাজ শুরু করে। মার্কেটের ফাউন্ডেশনের কাজ শুরু করা হলে কাজ বন্ধের জন্য পৌরসভা থেকে তাকে তিনবার নোটিশ দেয়া হয়। নোটিশ তোয়াক্কা না করে তিনি মার্কেট নির্মান কাজ চালিয়ে যান। সেপ্টেম্বর মাসে মার্কেটটি উচ্ছেদের জন্য চুড়ান্ত ভাবে ওই ভ্যক্তিকে নোটিশ প্রদান করা হয়। নোটিশের প্রেক্ষিতে তিনি আদালতে মামলা করে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয়। এর প্রেক্ষিতে পৌরসভার প্রেক্ষিতে আদালতে আপিল করা হয়। আপিল করলে বৃহস্পতিবার আদালতে রায় পৌরসভার পক্ষে আসে। আদালতের রায় পাওয়ায় রোববার মফিজুর রহমান ডাব্লুর মার্কেট স্কেভ লেটার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেনপৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সেয়দ মোরাদ আলী।এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, সার্ভেয়ার হাফিজুর রহমান, ইন্সপেক্টর মনিরুজ্জামান নয়ন আব্দুর রাজ্জাক মন্টু।

এই বিভাগের আরোও খবর

Logo