নতুন পাড়া একতা সংঘের উদ্দ্যোগে আজিমুশশান গাউছুল আজম কনকারেন্স অনুষ্ঠিত

আহমদ উল্লাহ প্রকাশিত: ২ জানুয়ারী , ২০২৫ ১৭:১৪ আপডেট: ২ জানুয়ারী , ২০২৫ ১৭:১৪ পিএম
নতুন পাড়া একতা সংঘের উদ্দ্যোগে আজিমুশশান গাউছুল আজম কনকারেন্স অনুষ্ঠিত
হাটহাজারী চিকনদন্ডী নতুন পাড়া একতা সংঘের উদ্দ্যোগে, এলাকাবাসী ও প্রবাসীর সার্বিক সহযোগিতায় ইসলামের চতুর্থ খলিফা বেলায়তের সম্রাট হযরত

হাটহাজারী চিকনদন্ডী নতুন পাড়া একতা সংঘের উদ্দ্যোগে,  এলাকাবাসী ও প্রবাসীর সার্বিক সহযোগিতায় ইসলামের চতুর্থ খলিফা বেলায়তের  সম্রাট  হযরত মওলা আলী  (র.) র  শুভ আগমন ও পবিত্র  ফাতেহায়ে ইয়াযদাহুম উদযাপন উপলক্ষে নতুন পাড়া কবরস্থান মোড়ে ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর হইতে আজিমুশশান গাউছুল আজম কনফারেস অনুষ্ঠিত হয়। ১ম অধিবেশনে রিফআতে মোস্তফা (সঃ)  সাংস্কৃতিক ফোরামের পরিবেশনায় পবিত্র নাতে রাসুল (সঃ) মাহফিল  পরিচালিত হয়। ২য় অধিবেশনে হাফেজ মুহাম্মদ মনজুর আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে  গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ফকিহ আল্লামা মুফতি আবুল হাসান মুহাম্মদ উমাইর রেজভী ( মু.জি.আ.)। মানব জীবনে সুন্নাতে রাসুল (স.) এর আদর্শের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা পেশ করেন আশেকানে মোস্তফা তরুন পরিষদের সভাপতি হযরত মাওলানা খালেদুর রহমান হাশেমী।  উক্ত মহতি মাহফিলে সভাপতি হিসেবে উপস্থিত থেকে দোয়া মুনাজাত পরিচালনা করেন জানশীনে আমিনে মিল্লাত, খলিফায়ে দরবারে আলা হযরত,পীরে তরিকত শাহসুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী।  

এই বিভাগের আরোও খবর

Logo