স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি

মোঃ রেজাউল ইসলাম প্রকাশিত: ৯ জুলাই , ২০২৫ ১৬:৪৩ আপডেট: ৯ জুলাই , ২০২৫ ১৬:৪৩ পিএম
স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের প্রধান দাবিগুলো পুনর্ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছে, স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন করে স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।কর্মসূচিতে বক্তারা বলেন, “এই দাবিগুলো বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। দীর্ঘদিনের বৈষম্য দূর করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত সুপারিশমালা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।” তারা আরও বলেন, “দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে।”বক্তৃতায় অংশ নেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক লাকী খাতুন এবং স্বাস্থ্য সহকারী মাসুদ রানা, মাহাবুব ও আয়নাল প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo