স্কাউটের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ-সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল)

কামরুল হাসান প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২৮ আপডেট: ১৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১২:২৮ পিএম
স্কাউটের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ-সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল)
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ও কমিশনার নৌ আঞ্চলিক স্কাউটস রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌস্কাউটসের ১৩তম নৌ আঞ্চলিক সমাবেশ সমাপ্ত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) ও কমিশনার নৌ আঞ্চলিক স্কাউটস রিয়ার এডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী কক্সবাজারস্থ নৌবাহিনী ঘাঁটিতে স্কাউটস সমাবেশ সম্পন্ন হয়। এ সময় প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তব্যে যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি স্কাউট আন্দোলনের মাধ্যমে সমাজ সেবামূলক কর্মকান্ডে অংশগ্রহণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠার উপর গুরুত্বারোপ করেন। বিগত ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এই সমাবেশে বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের অধীনে সকল জেলা নৌস্কাউটস হতে প্রায় ৩৫০ জন স্কাউট, স্বেচ্ছাসেবক, স্কাউট লিডার এবং নৌ ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন। পরবর্তীতে স্কাউটদের পরিবেশনায় আয়োজিত মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। সমাপনী দিনে চট্টগ্রাম নৌ অঞ্চলের সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo