হাটচান্নি মার্কেটে আগুনে পুড়েছে দুই গোডাউন

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৮ অক্টোবর , ২০২৩ ১৪:১৮ আপডেট: ২৮ অক্টোবর , ২০২৩ ১৪:১৮ পিএম
হাটচান্নি মার্কেটে আগুনে পুড়েছে দুই গোডাউন
যশোরের শহরের বড় বাজারের মধ্যে ঘিঞ্জিখ্যাত হাটচান্নি মার্কেট। তবে ওই মার্কেটের দুই ব্যবসায়ীর গোডাউনে আগুন লেগে মালামাল নষ্ট হয়ে গেছে। দুই গোডাউন মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিলো।

যশোরের শহরের বড় বাজারের মধ্যে ঘিঞ্জিখ্যাত হাটচান্নি মার্কেট। তবে ওই মার্কেটের দুই ব্যবসায়ীর গোডাউনে আগুন লেগে মালামাল নষ্ট হয়ে গেছে। দুই গোডাউন মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিলো।

শুক্রবার সন্ধ্যার পরে গোডাউনে আগুন লাগে। সে সময় গোডাউন বন্ধ ছিলো। তবে আরো বড় ধরনের ক্ষতির আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই মার্কেটের ব্যবসায়ী কসমেটিক্স ব্যবসায়ী রাজা হোসেন জানিয়েছেন, শুক্রবার মার্কেট বন্ধ ছিলো। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অন্যান্য ব্যবসায়ীরা ধোঁয়ার কুণ্ডলি দেখতে পান। পরে খোঁজ নিয়ে দেখেন কাশেম ব্রাদার্সের টেইলার্স সামগ্রীর গোডাউনে আগুন লেগেছে। পাশেই বিষ্ণু সাহার শিশু খাদ্যের গোডাউনে আগুন। তাৎক্ষণিকভাবে উপস্থিত ব্যবসায়ীরা পানি সংগ্রহ করে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সংবাদ দিলে দুইটি ইউনিট সেখানে গিয়ে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানিয়েছেন, গুদাম দুইটি পরিদর্শন করে অনুমান করা গেছে কাশেম ব্রাদার্সের গোডাউনে ৪০ লাখ ও বিষ্ণু সাহার গোডাউনে প্রায় ১০ লাখ টাকার পণ্য ছিলো। বেশির ভাগ পুড়ে গেছে। বাকি গুলো পানিতে নষ্ট হয়ে গেছে । শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে মনে করছে ব্যবসায়ীরা। তবে বিষয়টি খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।

এই বিভাগের আরোও খবর

Logo