নকলা কল্যাণ ফোরামের উদ্যোগে তিন শতাধিক পরিবার পেল কোরবানির মাংস

নাম :রেজাউল হাসান প্রকাশিত: ২০ জুন , ২০২৪ ০৮:২৬ আপডেট: ২০ জুন , ২০২৪ ০৮:২৬ এএম
নকলা কল্যাণ ফোরামের উদ্যোগে  তিন শতাধিক পরিবার পেল কোরবানির মাংস
নকলা কল্যাণ ফোরামের সদস্য শরিফের পরিচালনায় সদস্য সচিব তাসনিস আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন শতাধিক প্রত্যেক ব্যক্তির মাঝে ১কেজি করে মাংস উপহার তুলে দেন,নকলা কল্যাণ ফোরামের চেয়ারম্যান নকলা জালালপুরের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মু.ফারদিন হাসান হাসিব।

নকলা কল্যাণ ফোরামের উদ্যোগে  তিন শতাধিক পরিবারের  মাঝে  কোরবানির মাংস বিতরণ অনুষ্ঠিত  হয়েছে। বুধবার (১৯জুন) বিকালে নকলা উপজেলার পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নের প্রায় তিনশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও কোরবানীর মাংস উপহার প্রদান করা হয়।

নকলা কল্যাণ ফোরামের  সদস্য শরিফের পরিচালনায় সদস্য সচিব তাসনিস আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিন শতাধিক প্রত্যেক  ব্যক্তির মাঝে  ১কেজি  করে  মাংস উপহার তুলে দেন,নকলা কল্যাণ ফোরামের চেয়ারম্যান নকলা জালালপুরের কৃতি সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মু.ফারদিন হাসান হাসিব।

আরো উপস্থিত ছিলেন সংগঠনের  বাবুর আলী,শাহ আলম, ফিরোজ আহামেদ,ইমাদ সোহেল ,আনসার আলী,আবু ইউসুফ, হুমায়ুন আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo