অভয়নগরে ইট ভাটায় মোবাইলকোর্ট পরিচালনা, জরিমানা আদায় ও ভাঙচুর এর প্রতিবাদে উপজেলার ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিকদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।মঙ্গলবার( ৪ মার্চ) সকালে উপদেষ্টা বরাবর অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়। তার পুর্বে উপজেলা চত্বরে মালিক শ্রমিকরা যৌথভাবে এক সংক্ষিপ্তভাবে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন ইট প্রস্তুুতকারী মালিক সমিতির এস এ ব্রিক্স এর মালিক আলহাজ্ব শাহ জালাল হোসেন, মুন ব্রিক্সের মালিক দিরাজতুল্লাহ মোল্লা, হিরক ব্রিক্স এর মালিক আব্দুস সালাম, রহমান ব্রিকস এর মালিক আলহাজ্ব আফসার আলী মোল্লা, রুপা ব্রিক্স এর মালিক শেখর কুমার সাহা,সোনালি ব্রিক্সের মালিক শংকর কুমার সিংহ, নিউ সোনালির মালিক শ্যামল কুমার সিংহ, মিতালী ইউ ভাটার মালিক মিলন হোসেন, ফজলু ব্রিক্স এর মালিক ফজলু মৃধা,তাজ ব্রিক্স এর মালিক আঃ সামাদ সহ এসকল ইট ভাটার খেটে খাওয়া সাধারণ শ্রমিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন,আমরা সকল শর্ত মেনে ইট ভাটা পরিচালনা করি,রোজার মাস চলমান, এখনি সরকার ইট ভাটা বন্ধ করলে সবাই পরিবার পরিজন নিয়ে পথে বসতে হবে ।দ্রুত ইট প্রস্তুতকরার অনুমতির জোর দাবী জানান।