বীরগঞ্জে মালবাহী ট্রাক চাপায় ১ জন নিহত ২ জন আহত

মোঃ ফেরদৌস ওয়াহিদ সবুজ প্রকাশিত: ৮ মার্চ , ২০২৫ ১৬:০৯ আপডেট: ৮ মার্চ , ২০২৫ ১৬:০৯ পিএম
বীরগঞ্জে মালবাহী ট্রাক  চাপায় ১ জন নিহত ২ জন আহত
দিনাজপুরের বীরগঞ্জ টু খানসামা গ্রামীন রাস্তায় মালবাহী ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬৫) নামে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

দিনাজপুরের বীরগঞ্জ টু খানসামা গ্রামীন রাস্তায় মালবাহী ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আজাহার আলী (৬৫) নামে ১ গরু ব্যবসায়ী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মৃত তপুর ছেলে মফেল (৫০) ও আশরাফুলের ছেলে রেজাউল (৪০) তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ৫ মার্চ গত মঙ্গলবার রাতে এই রাস্তায় ২২ মাইল ঢোলপুকুর ব্রিজ এলাকায় ডাম্পট্রাকে পিষ্ট হয়ে  বিমল নামে ১ জন নিহত হয়েছে, আজ শনিবার ৮ মার্চ'২০২৫ সকাল সাড়ে ১০টার দিকে প্রেমবাজারে একই ঘটনা ঘটেছে। ৩ দিন ব্যবধানে ৩ কিলোমিটারের মধ্যে ২ জন নিহত এবং ৪ জন আহত হলো।  ৫ তারিখের বালু বহনকারী ডাম্পট্রাক নম্বর ঢাকা মেট্রো-ট ১২-২১০৪ এবং আজকের ঘাতক মালবাহী ট্রাক নম্বর. ঢাকা মেট্রো-ট ১৬-৮৮১৪ আটক করেছে স্থানীয় উত্তেজিত জনতা।   মৃত ধলু মিয়ার ছেলে নিহত আজাহার আলীসহ আহতরা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের বাসিন্দা।   স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা ৩ জন একই মোটর সাইকেলে গরু কিনতে কাহারোল হাটে যাচ্ছিল। পথিমধ্যে একজন নিহত হয়   থানার এএসআই সিরাজুল আওলাদ  এবং সঙ্গীয় ফোর্স লাশের সুরতহাল রেকর্ড করে পরিবারের নিকট হস্তান্তর ও ঘাতক ট্রাকটি বীরগঞ্জ থানা হেফাজতে নিয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ইউডি মামলা হয়েছে, ট্রাকটি আটক রয়েছে। 

এই বিভাগের আরোও খবর

Logo