বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

মোঃ নুর ইসলাম প্রকাশিত: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৯ আপডেট: ২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৯ পিএম
বুড়িমারী স্থলবন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ
বুড়িমারী স্থলবন্দরে পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে ব্যবসায়ীদের পক্ষ থেকে পাথরের দাম নির্ধারণে ভারত -ভুটানকে চিঠি দিয়েছিল আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি।

বুড়িমারী স্থলবন্দরে পাথরের আমদানী মূল্য কমানোর দাবীতে ব্যবসায়ীদের পক্ষ থেকে পাথরের দাম নির্ধারণে ভারত -ভুটানকে চিঠি দিয়েছিল আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি। পাথরের আমদানী মূল্য ১৫, ১৪ ও ১০ ডলারের বেশী হলে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়ায় শনিবার (১ লা ফেব্রুয়ারী) সকল প্রকার পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি। গত ১৯ জানুয়ারি ২০২৫ তারিখে বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভূটান থেকে তোর্শা ১৫ ডলার এবং সামসি ১৪ ডলারে এবং ভারত থেকে তোর্শা বোল্ডার ১০ ডলারে আমদানির করা হবে। এর উপরে মূল্য নির্ধারিত হলে ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এসব বোল্ডার পাথর আমদানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়। আমদানিকারক ও রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, পাথরের দাম নির্ধারণে ভূটান রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও চ্যাংড়াবান্ধা রপ্তানিকারক অ্যাসোসিয়েশনকে চিঠি দিলেও সমস্যা সমাধানে উভয় দেশের কোন দিপাক্ষিক বৈঠক না হওয়ায়  সিএন্ডএফ এসোসিয়েশন ও আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন পক্ষ থেকে পূর্বঘোষণা অনুযায়ী ১ লা ফেব্রুয়ারী থেকে বোল্ডার পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিভাগের আরোও খবর

Logo