লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে ২৫ জানুয়ারি (শনিবার) বিকাল ৩টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম আবদুল্লাহ’র নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে পুরো উপজেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন দাবির পোস্টার ও ফেস্টুন টাঙিয়েছে। পুরো রামগঞ্জ শহরে সড়কের ওপর অসংখ্য সাইনবোর্ড নির্মাণ করা হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও উপস্থাপন করা হয়েছে নানা দাবি। উপদেষ্টার কাছে রামগঞ্জবাসীর বিভিন্ন দাবি লামচর গ্রামের মিজানুর রহমান সোহাগের মতে, রামগঞ্জে রেললাইন এবং গ্যাসলাইন আনার দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ কালিকাপুর গ্রামের জাকির হোসেন ও আবুল বাসারসহ আরও কয়েকজন জানিয়েছেন, রামগঞ্জের জলাবদ্ধতা সমস্যার সমাধানে বিকল্প বেড়ি বাঁধ নির্মাণ ও গ্যাস লাইন স্থাপন প্রয়োজন। সাংবাদিকদের পক্ষ থেকেও বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা শাকিল পাটোয়ারী জানান, রামগঞ্জ দক্ষিণাঞ্চলের প্রধান সড়ক ওয়াপদা বাঁধটি বা রাস্তা টি দীর্ঘদিন ধরে ব্যবহারের অযোগ্য হয়ে আছে। এ সড়কটি দ্রুত সংস্কারের দাবি করেন তিনি। অনেকে আরও জানিয়েছেন, রামগঞ্জকে মাদকমুক্ত, অপরাধমুক্ত এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার পাশাপাশি দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করা প্রয়োজন। সুশীল সমাজের মতামত, উপদেষ্টা মাহফুজ আলম আন্তরিক হলে রামগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। কলেজ মাঠের চারদিকে ফেস্টুনে সজ্জিত মঞ্চ তৈরি করা হয়েছে। রামগঞ্জবাসীর প্রত্যাশা, মাহফুজ আলম তার বক্তব্যে রামগঞ্জের জনগণের দাবিগুলো গুরুত্ব দিয়ে তুলে ধরবেন এবং দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবেন। উল্লেখ্য, উপদেষ্টা মাহফুজ আলম বিকাল ৩টায় রামগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করবেন।