ভোলার লালমোহনে সোমবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়৷ লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভার
ভোলার লালমোহনে সোমবার বিকেলে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়৷ লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরিফুল হক৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল মোঃ বাবুল আক্তার৷ সভায় জলদস্য,ডাকাত,চাঁদাবাজ,সন্ত্রস,জঙ্গিবাদ,মাদক,দুর্নীতি,বাল্যবিবাহ,মোবাইলের অপব্যবহার এবং যৌতুক বিরোধী সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ আলোচনা সভায় ওই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও রাজনৈতিক দলের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন সামাজিক অবক্ষয় দূর করার জন্য সামাজিক সচেতনতা, পারিবারিক শিক্ষা ও ধর্মীয় বিশ্বাসের উপর গুরুত্ব দিতে হবে।