বান্দরবানের লামায় অসহায় এক পরিবারের জমি জবর দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী আওয়ামী পরিবারের লোকজন।
পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মো আব্দুল হাকিম(প্রকাশ) কালু ১০ শতক ছাগলখাইয়া মৌজার ১৭৪ নং খতিয়ানভুক্ত জমি বিবাদী একই এলাকার বাসিন্দা রাশেদা পারভীন, মোহাম্মদ একলাস রহমান,মোমিনুল হক ও রাকিবুল হাসানের বিরুদ্ধে দখল অপচেষ্টা,হুমকি ধামকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোহাম্মদ আব্দুল হাকিম(প্রকাশ)কালু বলেন, আমি ২০০২ ইং সালে বিবাধী গং থেকে ১০ হাজার টাকার বায়না নামা হয়েছিল । কিন্তু কিছুদিন পরে আমি ৩০ হাজার টাকা নিয়েছি বলে একটা ভুয়া কাগজ বানিয়ে আমার বিরুদ্ধে প্রতারণা মামলা দেয় তারা। উক্ত মামলায় আমি ১মাস ১৪ দিন জেল খেটেছি।এই মামলার কোন সত্যতা না পেয়ে আদালত সেটি খারিজ করে দিয়েছে।
এর পরে আমি আমার খতিয়ান ভুক্ত জায়গায় বেশ কয়েক বার বাড়ি ও দোকান ঘর নির্মানের চেষ্টা করলে আওয়ামীলীগ নেতার ক্ষমতা দেখিয়ে বিবাদীগং রাশেদা পারভীন, মোর্শেদ আলম, মোহাম্মদ একলাস রহমান,মোমিনুল হক মুমিন ও রাকিবুল হাসান (টগর)সহ মিলে জোর পূর্বক বাড়িটি ভেঙ্গে নিয়ে যায়। যেহেতু আমার সাথে বিবাদীগং এর সাথে উক্ত ১০ শতক জমি নিয়ে কোন মামলা মোকদ্দমা নাই সেটি ভোগ দখল করতে প্রশাসন সহ সবার সহযোগিতা কামনা করছি।এই বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে ও তারা এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি।