লামা ইপজেলা প্রতিনিধি
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ত্রান কর্মকর্তা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার প্রতিনিধি, আনসার ভিডিপ কর্মকর্তা, উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটি ও ইউনিয়ন পর্যায়ের উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি। উপজেলার ৮টি মন্ডপে যথারিতি পূজা উদযাপন হবে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শার্দীয় দুর্গাপূজা যথযথ রীতি অনুস্মরণ করে উৎসাহের সাথে পালনে প্রশাসন সর্বাত্তক সহযোগিতা করবেন বলেন উপজেলা নির্বাহী অফিসার।
এরপর তার বাম চোখে আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে প্রবেশ করায়। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে সিএমএইচে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন।
অভিযোগ সূতে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আশরাফুল আলম ও শাহিনুর রহমানের মধ্যে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৫ সেপ্টেম্বর শাহিনুর রহমান ও তার লোকজন বিশ শতক জমির বাগান কেটে ফেলে। এ সময় আশরাফুল আলমের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ করা হয়।দীর্ঘদিন ধরে এই বিষ শতক জমি শাহিনুর রহমান ও তার লোকজন দখল করার পাঁয়তারা করছে।
স্থানীয়রা জানান, চলতি বর্ষায় ভারী বর্ষণের কারণে মাতামুরী নদীতে ব্যাপক ভাবে পানি বৃদ্ধি পেয়েছে সেই সঙ্গে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। বিশেষ করে মাতামুরী নদীর ভাঙ্গনের কবলে পড়েছে লামা উপজেলার কলিং গাপড়া, সাবেকবিলছড়ি, কুরালিয়ারটেকের, ৫/৭ টি গ্রামের রাস্তাগাট বাড়ি-ঘর ও ফসলী জমি।
মোঃ খোকা মিয়ার ছেলে।"জানা যায়, গত শুক্রবার বিকাল ৩ ঘটিকার দিকে মোঃ মকসেদুল হক সহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি দিকে যাচ্ছিল।"এ সময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হয়ে পাড়ে উঠতে পারলেও মকসেদুল হক ঝিরির প্রবল স্রোতের টানে ডুবে যায়। এই খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।"
মঙ্গলবার বিকেলে সমিতির সাবেক সভাপতি খোকন নতুন সভাপতির হাতে দায়িত্ব তুলে দেন। এসময় সমিতির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।লামা উপজেলার সামনে এক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় লামা উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দায়িত্ব পেতে না পেতেই তার নিজস্ব বাহিনী দিয়ে প্রতিষ্ঠা করেন এলাকায় বেপরোয়া নিয়ন্ত্রণে একক কর্তৃত্ব। এছাড়া টেন্ডারবাজি,চাঁদাবাজি, স্থানীয়দের ভূমি জবর-দখল,পাহাড় কেটে রির্সোট তৈরি করা ও বিচারের নামে হয়রানি করার অভিযোগ উঠেছে অবৈধ আয়ে ভাড়াটিয়া থেকে কোটিপতি হয়েছেন রয়েছে একাধিক বিলাস বহুল বাড়ি-গাড়িসহ নামে বেনামে বিশাল সহায় সম্পদ।
এর মধ্যে বর্ণিত এলাকা ২০০৫-০৬ সাল হতে বনবিভাগের জায়গা সামাজিক বনায়নের আওতায় চলে আসে। সেখানে ইসমাইল এর নামে সামাজিক বনায়নের উপকারভোগীর তালিকায় আছে। পরে আবার কিছু জায়গা ২০১৮-২০১৯ অর্থ বছরের সামাজিক বনায়নের আওতায় আসে। মোঃ ইসমাইলের ছেলে সাইফুল ইসলাম এর নামে সামাজিক বনায়নে প্লটে নাম আসে। কিছু জায়গা আগে থেকে আবাদ করা নিছু বাগান ও ধানী জায়গা নিজ দখলে রয়েছেন।