লামায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার

মােঃ শফিকুল ইসলাম প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৪৪ আপডেট: ১৫ সেপ্টেম্বর , ২০২৪ ১৭:৪৪ পিএম
লামায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মাতামুহুরী নদী থেকে লাশ উদ্ধার
মোঃ খোকা মিয়ার ছেলে।"জানা যায়, গত শুক্রবার বিকাল ৩ ঘটিকার দিকে মোঃ মকসেদুল হক সহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি দিকে যাচ্ছিল।"এ সময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হয়ে পাড়ে উঠতে পারলেও মকসেদুল হক ঝিরির প্রবল স্রোতের টানে ডুবে যায়। এই খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।"

বান্দরবানের "লামায় নিখোঁজ হওয়ার তিনদিন পর মোঃ মসকসেদুল হক (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।"আজ (১৫ সেপ্টেম্বর ) সকালে লামা উপজেলার চম্পাতলী মাতামুহুরী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মোঃ মকসেদুল হক উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বড় কলারঝিরি পাড়ার বাসিন্দা

মোঃ খোকা মিয়ার ছেলে।"জানা যায়, গত শুক্রবার বিকাল ৩ ঘটিকার দিকে মোঃ মকসেদুল হক সহ তিন যুবক বড় কলারঝিরি থেকে লামা খাল পার হয়ে বাড়ি দিকে যাচ্ছিল।"এ সময় অপর দুই যুবক সাঁতার কেটে খাল পার হয়ে পাড়ে উঠতে পারলেও মকসেদুল হক ঝিরির প্রবল স্রোতের টানে ডুবে যায়। এই খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি।"

একপর্যায়ে রোববার সকাল সাড়ে ১০ঘটিকার দিকে মাতামুহুরী নদীর চাম্পাতলী আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর সংলগ্ন এলাকা হয়ে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা লাশটি আটকায়।"পরে উদ্ধারকৃত লাশটি মোঃ মকসেদুল হকের বলে সনাক্ত করে, তার ছোট ভাই মশিউর রহমান।"

মৃত মকসেদুল হকের ছোট ভাই মশিউর রহমান বলেন, গত শুক্রবার বিকেলে বাড়িতে ফেরার সময় পানির স্রোতের টানে ভেসে যায় মোঃ মকসেদুল হক, তার লাশ উদ্ধার করা হয়েছে।"এই বিষয়ে লামা থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখ জানান, মৃত্যুর ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় মকসেদুল হকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"

এই বিভাগের আরোও খবর

Logo