সরিষাবাড়ীতে জমি দখলের অভিযোগ

মােঃ শফিকুল ইসলাম প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:৪৯ আপডেট: ২৩ সেপ্টেম্বর , ২০২৪ ১৬:৪৯ পিএম
সরিষাবাড়ীতে জমি দখলের অভিযোগ
অভিযোগ সূতে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আশরাফুল আলম ও শাহিনুর রহমানের মধ্যে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৫ সেপ্টেম্বর শাহিনুর রহমান ও তার লোকজন বিশ শতক জমির বাগান কেটে ফেলে। এ সময় আশরাফুল আলমের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ করা হয়।দীর্ঘদিন ধরে এই বিষ শতক জমি শাহিনুর রহমান ও তার লোকজন দখল করার পাঁয়তারা করছে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় বিশ শতক জমিতে থাকা বাগান কেটে ফেলার অভিযোগ করা হয়।

অভিযোগ সূতে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আশরাফুল আলম ও শাহিনুর রহমানের মধ্যে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৫ সেপ্টেম্বর শাহিনুর রহমান ও তার লোকজন বিশ শতক জমির বাগান কেটে ফেলে। এ সময় আশরাফুল আলমের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ করা হয়।দীর্ঘদিন ধরে এই বিষ শতক জমি শাহিনুর রহমান ও তার লোকজন দখল করার পাঁয়তারা করছে। 

আশরাফুল আলম ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে আদালতে শাহিনুর রহমান একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আশরাফুল আলম সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শাহিনুর রহমান ও তার লোকজন পোগলদীঘা বহুমুখী সমবায় সমিতির ১৫ শতক জমি দখল করে।আশরাফুল আলম বলেন ৬০ ৭০ বছর ধরে এ জমি আমাদের দখলে আছে। গত ৫ সেপ্টেম্বর শাহিনের ও তার  লোকজন আমাদের জমির কলার বাঁগান ও অন্যান্য গাছপালা কেটে ফেলে। আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও মালামাল লুট তরা তোরে নিয়ে যায়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুশফিকুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হয়েছে। জমিটি আশরাফুল আলমদের। 

এই বিভাগের আরোও খবর

Logo