জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় বিশ শতক জমিতে থাকা বাগান কেটে ফেলার অভিযোগ করা হয়।
অভিযোগ সূতে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকার আশরাফুল আলম ও শাহিনুর রহমানের মধ্যে ২০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৫ সেপ্টেম্বর শাহিনুর রহমান ও তার লোকজন বিশ শতক জমির বাগান কেটে ফেলে। এ সময় আশরাফুল আলমের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটতরাজ করা হয়।দীর্ঘদিন ধরে এই বিষ শতক জমি শাহিনুর রহমান ও তার লোকজন দখল করার পাঁয়তারা করছে।
আশরাফুল আলম ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে আদালতে শাহিনুর রহমান একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় আশরাফুল আলম সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শাহিনুর রহমান ও তার লোকজন পোগলদীঘা বহুমুখী সমবায় সমিতির ১৫ শতক জমি দখল করে।আশরাফুল আলম বলেন ৬০ ৭০ বছর ধরে এ জমি আমাদের দখলে আছে। গত ৫ সেপ্টেম্বর শাহিনের ও তার লোকজন আমাদের জমির কলার বাঁগান ও অন্যান্য গাছপালা কেটে ফেলে। আমাদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও মালামাল লুট তরা তোরে নিয়ে যায়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুশফিকুর রহমান বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হয়েছে। জমিটি আশরাফুল আলমদের।