দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা বাড়বে আগামীর শুদ্ধতা শ্লোগানকে সামনে রেখে, দুর্নীতি প্রতিরোধ কমিটি, হরিপুর, ঠাকুরগাঁও এর আয়োজনেঃ জাতীয় পতাকা উত্তোলন ও উপজেলা চত্বরের সামনে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম রেজা তালুকদার এর সভাপতিত্বে শুরু হয় আলোচনা সভা । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো.আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার হরিপুর ঠাকুরগাঁও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রুবেল হোসেন উপজেলা কৃষি কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. জামাল উদ্দিন সভাপতি হরিপুর উপজেলা বিএনপি। মো. রমিজউদ্দিন আহম্মেদ, সেক্রেটারি, জামায়াত ইসলামী বাংলাদেশ, হরিপুর-ঠাকুরগাঁও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল, মো. দেলোয়ার হোসেন মানিক,সাধারণ সম্পাদক,দূনীতি প্রতিরোধ কমিটি ,হরিপুর-ঠাকুরগাঁও, মো. আনোয়ার হোসেন সহ-সভাপতি,দূর্নীতি দমন প্রতিরোধ কমিটি, হরিপুর ঠাকুরগাঁও । শাবানা পারভীন, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল, হরিপুর-ঠাকুরগাঁও হরিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ ও হরিপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত বক্তাগন বলেন,দুর্নীতি উন্নয়ন অন্তরায়, নৈতিক শিক্ষা নির্মূলের একমাত্র পথ। দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে কিশোর অপরাধ বন্ধ করতে হবে। মাদক, সন্ত্রাস,জঙ্গী, উন্নয়নে প্রতিবন্ধকতা দূর করতে হবে। আসুন উন্নয়নের জন্য শপথ করি,দূর্নীতি, জঙ্গি, সন্ত্রাস, মাদক মুক্ত দেশ গড়ি। সভাশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সভাপতি মহোদয় সভার কাজ সমাপ্ত ঘোষণা করেন।