সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধা পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র, প্রাণনাশের হুমকি,আতঙ্কে মুক্তিযোদ্ধা পরিবার

মোঃ হানিফ প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২২ আপডেট: ৮ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:২২ পিএম
সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধা পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র, প্রাণনাশের হুমকি,আতঙ্কে মুক্তিযোদ্ধা পরিবার
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ এর পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন।

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের উলুপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ এর পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছেন। নাজির আহমেদ ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে বেড়াচ্ছে তারই আপন ভাতিজা মোঃ আবুল হাসেম। মুক্তিযোদ্ধার বসতবাড়ি সহ সকল সম্পত্তি জবর দখল করার উদ্দেশ্যে সে এমন কর্মকান্ড করছে বলে থানায় অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ ও সাবেক পরিচালক (অপারেশন) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ এর অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উলুপাড়া মৌলভী আবদুল মজিদের বাড়ির মুক্তিযোদ্ধা নাজির আহমেদরা চার ভাই তাদের সম্পত্তি বণ্টননামা করে ভোগ দখল করে আসছেন। নাজির আহমেদ এর ভাই আলী আহমেদের মৃত্যুর পর তার ছেলে আবুল হাসেম জোরপূর্বক নাজির আহমেদ ও তার অন্য দুই ভাইয়ের সম্পত্তি জবর দখল, ফসলী জমি থেকে মাটি কেটে নেওয়া, বাগানের গাছপালা কেটে নেওয়া ও পুকুরের মাছসহ বাগানের ফল-ফলাদি জোরপূর্বক ভোগ দখল করছে। নাজির আহমেদ ও তার পরিবার ঢাকায় থাকায় তাদের সম্পত্তির অনেকাংশ জোরপূর্বক জবর দখল করে ভোগ করার চেষ্টা করে। এ ব্যাপারে নাজির আহমেদ ২০২৩ সালের ২৫ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিবের নিকট জানমালের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ করেন। সহকারী সচিব বিষয়টির ব্যবস্থা নেওয়ার জন্য পুুলিশের মহাপরিদর্শকের নিকট প্রেরণ করেন। পুলিশ সুপার জেলা গোয়েন্দা সংস্থাকে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর জেলা গোয়েন্দা শাখার এস.আই (নিঃ) মোঃ ফজলুল হক বিষয়টি তদন্ত করে আবেদনের সত্যতা নিশ্চিত হয়ে প্রতিবেদন দাখিল করেন। এরপরও অদ্যাবধি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সে বেপরোয়া হয়ে নাজির আহমেদ ও তার পরিবারকে বার বার হত্যার হুমকি দিচ্ছে বলে নাজির আহমেদ অভিযোগ করেন। এ ব্যাপারে সর্বশেষ তিনি গত ১২ জানুয়ারি আবুল হাসেমের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় জি.ডি করেন, জিডি নং- ৬০৪। জি.ডি তদন্তের জন্য সোনাইমুড়ী থানার এস.আই মোঃ আশ্রাফুল আলমকে দায়িত্ব দেওয়া হয়। এ ব্যাপারে গতকাল বুধবার এস.আই আশ্রাফুল আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান কোর্টের অনুমতি নিয়ে তদন্ত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ আবুল হাসেমকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। খোঁজ নিয়ে আরো জানা যায়, আবুল হাসেমের বিরুদ্ধে থানায় একাধিক জি.ডি সহ অনেক অভিযোগ রয়েছে। ২০২২ সালে এক মামলায় তার ছয় মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় এলাকাবাসী জানায়, সে একজন ভূমিদস্যু ও জবর দখলকারী। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে মানুষ আতঙ্কে থাকে। এ ব্যাপারে আবুল হাসেমের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে জানান।

এই বিভাগের আরোও খবর

Logo