সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিরসনে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদে পক্ষ থেকে ৭ দফা ঘোষণা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৮ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:০৪ আপডেট: ৮ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:০৪ পিএম
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের  অব্যবস্থাপনা নিরসনে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদে পক্ষ থেকে ৭ দফা ঘোষণা
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিরসনে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদে পক্ষ থেকে ৭ দফা ঘোষণা দেওয়া হয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের  অব্যবস্থাপনা নিরসনে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্র সংসদে পক্ষ থেকে ৭ দফা ঘোষণা দেওয়া হয়েছে। 

১. সেনাবাহিনীর তত্বাবধানে হাসপাতাল পরিচালনা করতে হবে। 
২. দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের সকল পরীক্ষার মেশিন সামগ্রী চালু করতে হবে। সেই সাথে সকল ঔষধ কোম্পানি প্রতিনিধি ও দালালদের  নির্মূল করতে হবে।
৩. আউটসোর্সিং এ নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ করতে হবে এবং ফ্যাসিস্ট আমলে দুনীর্তির সাথে জড়িত সকলকে প্রত্যাহার করতে হবে। 
৪.নারী কেলেঙ্কারির ঘটনা জড়িত ডাঃ হেলিশ রঞ্জন কে অনতিবিলম্বে অপসারণ এবং ধর্ষণ মামলায় গ্রেফতার করতে হবে। 
৫. হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৬. খাবারের সুষমমান নিশ্চিত করতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকা ওয়েবসাইটের মাধ্যমে  প্রকাশ করতে হবে। 
৭. ছাত্র জনতা ও প্রশাসনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করতে হবে এবং কমিটি প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ করতে হবে।

উল্লেখিত ৭ দফা ব্যস্তবায়ন নাহ হওয়ার পর্যন্ত এই  কর্মসূচী চলবে।

এই বিভাগের আরোও খবর

Logo