সূর্যের ঝলকে ঝলমল' কিছুটা স্বস্তিতে কসবার মানুষ

রাসেল মিয়া প্রকাশিত: ১৮ জানুয়ারী , ২০২৪ ১১:২৬ আপডেট: ১৮ জানুয়ারী , ২০২৪ ১১:২৬ এএম
সূর্যের ঝলকে ঝলমল' কিছুটা স্বস্তিতে কসবার মানুষ
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা অঞ্চলে ঘন কুয়াশা আর তীব্র শীতের টানা ৮ থেকে ১০দিন পর দেখা মিলল সূর্যের। তবে সূর্যের তেমন উত্তাপ না থাকলেও রোদের ঝলকে কিছুটা স্বস্তিতে সরাইল উপজেলার মানুষ। এর আগে বৈরি আবহাওয়ার কারনে ব্যাঘাত ঘটেছে মানুষের স্বাভাবিক কর্মজীবন।

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা অঞ্চলে ঘন কুয়াশা আর তীব্র শীতের টানা ৮ থেকে ১০দিন পর দেখা মিলল সূর্যের। তবে সূর্যের তেমন উত্তাপ না থাকলেও রোদের ঝলকে কিছুটা স্বস্তিতে সরাইল উপজেলার মানুষ। এর আগে বৈরি আবহাওয়ার কারনে ব্যাঘাত ঘটেছে মানুষের স্বাভাবিক কর্মজীবন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা ঘুরে দেখা যায়, গতদিনের থেকে উপজেলার বাজারে মানুষের ব্যস্ততা বেড়েছে। প্রয়োজন ছাড়াও বের হয়েছে অনেকে।স্কুল, কলেজ, অফিস স্বাভাবিক ভাবে শুরু হয়েছে। গ্রামের বাড়ির সামনে রোদে ছোট বাচ্চারা খেলা করতে দেখা যায়।  ফুলতলি মোড়ের রিকশা চালক মোস্তফা বলেন, 'আজ সকালে সূর্য বের হয়েছে। মানুষ বাজারে আসতে শুরু করেছে। গত কয়েকদিন খুব খারাপ অবস্থা ছিলো,আশা করি আজকে ভালো আয় হবে। রাস্তায় মানুষের চলাচল বেড়েছে।

এদিকে গ্রামের কয়েকজন সাথে কথা হলে, তারা বলেন এতদিন রোদ উঠে নাই। ঠান্ডার কারণে ঘর থেকে বাহির হই নাই।আজ সকাল থেকে রোদ উঠেছে। তাই আমরা সবাই মিলে বাইরে এসেছি খেলতাম।আজকে অনেক ভালো লাগছে শীত আগের চাইতে অনেক কম।

এই বিভাগের আরোও খবর

Logo