বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে
বগুড়ার আদমদীঘির সান্তাহার শহর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড মাঠে ক্লাবের বাৎসরিক আলোচনা ও ইফতার মাহফিলে এক বছরের জন্য দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে পুনরায় সভাপতি ও দৈনিক আনন্দ বাজার পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন সান্তাহার পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আমিনুল ইসলাম (কান্ট্রি টুডে), যুগ্ম সম্পাদক ফিরোজ হোসেন (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক এরশাদ আলী ছানোয়ার (কালবেলা), অর্থ সম্পাদক শফির উদ্দিন (স্বদেশ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আতোয়ার হোসেন (দৈনিক সময়ের কাগজ), সদস্য হুমায়ুন আহমেদ (বিশ্ব মানচিত্র), সামিদুল ইসলাম (বাংলাদেশ সময়) ও সম্মানিত সদস্য নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম)।