সাগরের নিম্নচাপের প্রভাবে কাঠালিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

মোঃ ফয়সাল আহম্মদ প্রকাশিত: ২৭ জুলাই , ২০২৫ ১৯:৪৫ আপডেট: ২৭ জুলাই , ২০২৫ ১৯:৪৫ পিএম
সাগরের নিম্নচাপের প্রভাবে কাঠালিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

সাগরে সৃষ্ট নিম্নচাপ এবং টানা বৃষ্টিপাতের কারণে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রবল জোয়ারের ফলে বিষখালী ও হলতা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেছে। নদীর পানি স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৪ ফুট উঁচু দিয়ে প্রবাহিত হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে দিয়েছে।
বিষখালী নদীর তীরবর্তী আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, চিংড়াখালি, জয়খালী, কাঠালিয়া সদর, বড় কাঠালিয়া, কচুয়া, সোনারবাংলা, তালগাছিয়া, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার বহু শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ, পুকুর, মাছের ঘের এবং ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নদীর পানি বৃদ্ধির কারণে অনেক ঘের ও পুকুর থেকে মাছ ভেসে গেছে।
এদিকে, উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কেও পানি উঠেছে, ফলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে, সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। বিশেষ করে রিকশা, অটোরিকশাসহ হালকা যানবাহন চলাচল করতে পারছে না।
আমরিবুনিয়া গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, "পানিতে আমন ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। জমিতে চাষাবাদi  করা সম্ভব হচ্ছে না। হাঁস-মুরগি ও গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছি।"
মশাবুনিয়া গ্রামের হায়দার হোসেন বলেন, "বিষখালী নদীতে বেরিবাঁধ না থাকায় প্রতি বছর বর্ষায় এ অবস্থা তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।"

এই বিভাগের আরোও খবর

Logo