নোয়াখালীর চাটখিলে সম্পত্তি জবরদখল মহিলাকে মারধর ও গাছ কাটার অভিযোগ Inbox

মোঃ হানিফ প্রকাশিত: ২৩ জানুয়ারী , ২০২৫ ২২:৫০ আপডেট: ২৩ জানুয়ারী , ২০২৫ ২২:৫০ পিএম
নোয়াখালীর চাটখিলে সম্পত্তি জবরদখল মহিলাকে মারধর ও গাছ কাটার অভিযোগ Inbox
চাটখিল পৌরসভা সুন্দরপুর মল্লিক বাড়ির নুরুল ইসলামের ভোগদখলীয় সম্পত্তি ঐবাড়ির প্রতিপক্ষ মৃত শহিদ উল্যা দুই ছেলে গোফরান ও শাহাদাত সহ অজ্ঞাতনামা কয়েকজন সম্পত্তি জবরদখল করতে আসলে

চাটখিল পৌরসভা সুন্দরপুর মল্লিক বাড়ির নুরুল ইসলামের ভোগদখলীয় সম্পত্তি ঐবাড়ির প্রতিপক্ষ মৃত শহিদ উল্যা দুই ছেলে গোফরান ও শাহাদাত সহ অজ্ঞাতনামা কয়েকজন সম্পত্তি জবরদখল করতে আসলে নুরুল ইসলামের স্ত্রী  শামছুর নাহার বাদা দিলে তাকে  মারধর করে আহত করে। এসময় জবরদখল কারীরা তার অনেক  গাছগাছালি  কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।  এই ব্যাপারে শামছুর নাহার বাদী হয়ে বুধবার দুপুরে শহিদ উল্যা দুই ছেলে সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে   চাটখিল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা যায়, শামছুর নাহারদের সাথে একই বাড়ির শহিদ উল্যা ছেলেদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছে। এই নিয়ে স্থানীয় ভাবে বিরোধী নিষ্পত্তি করার জন্য বারবার চেষ্টা করেও  তা নিষ্পত্তি করা হয়নি । প্রতিপক্ষ বিভিন্ন সময়ে জোরপূর্বক তাদের গাছগাছালি কেটে নিয়ে যায়। তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে প্রতিপক্ষরা তার ভোগদখীয় সম্পত্তি জবরদখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর করে আহত করে এবং তার ৩০হাজার টাকার গাছ কেটে নিয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এই বিভাগের আরোও খবর

Logo