ভিডিও কলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

বিকর্ন দাস প্রকাশিত: ২২ মে , ২০২৫ ১৭:৩৯ আপডেট: ২২ মে , ২০২৫ ১৭:৩৯ পিএম
ভিডিও কলে কথা বলতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

রায়পুরে বাড়ির ছাদ থেকে পড়ে, মধ্যো বয়সী এক নারীর মৃত্যু হয়েছে,মৃত নারীর নাম : তফুরা,বয়স (৫৫) স্বামী : হোসেন
ঘটনা  টি ঘটে  আজ ২২/০৫/২০২৫ইং ৩ নং চরমোহনা ইউনিয়েনে,
মৃত নারীর স্বামী জানান তার স্ত্রী নামাজের জন্য অজু করে আসলে, তার ছেলে বিদেশ থেকে ভিডিও কল করে তখন তিনি ছেলের সাথে কথা  বলতে বলতে ছাদের দিকে যান এবং এক পর্যায়ে মনের ভুলে পা  পিচলে ছাদ থেকে নিচে পড়ে যায়, এবং মাথায় প্রচন্ড আঘাত লাগে ও অনেক রক্তক্ষরন হয়। পরিবারের লোকজন উদ্দার করে মৃত অবস্থায় রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে  নিয়ে
 আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক ডা: সহেল রানা তাকে মৃত বলে ঘোষনা করেন, ধারনা করা হয় মাথার আঘাতে রক্তক্ষরনের কারনে মৃত্যু হয়।

এই বিভাগের আরোও খবর

Logo